নয়া দিল্লি: ঝড়-বৃষ্টি-তুষারপাত, সীমান্তে সদা সতর্ক যাঁরা থাকে, তাঁরা ভারতীয় সেনা। প্রবল তুষারঝড়েও সীমান্তে সজাগ থেকে দেশকে সুরক্ষা দিয়ে চলেছে ভারতীয় সেনা৷ জম্মু-কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে নিয়ন্ত্রণরেখায় ধরা পড়ল কর্তব্যরত ভারতীয় সেনার একাধিক ছবি, যা নিমেষে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়৷
অশ্বিনী বৈষ্ণ একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা গিয়েছে, তুষারঝড়ের হাড় কাঁপানো ঠান্ডাতেও ভারতীয় সেনা সীমান্ত পাহারা দিচ্ছেন সেনারা। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রচন্ড ঠান্ডা বাতাস উপেক্ষা করেই এই সেনারা, সীমান্ত এলাকায় বাজপাখির মতো নজর রাখছেন। আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক দল সৈন্য তুষার-ঢাকা পাহাড়ের মধ্যে সীমান্ত এলাকায় টহল দিচ্ছেন।
চরম প্রতিকূল পরিবেশেও দেশের জন্য জীবন বাজি রেখে ১৭ হাজার ফুট উচ্চতায় নিশ্ছিদ্র টহলদারি দিচ্ছে ভারতীয় সেনা। সোশাল মিডিয়ার মাধ্যমে ছবি এবং ভিডিও শেয়ার করল প্রতিরক্ষা মন্ত্রক৷ যা দেখে কুর্নিশ নেটিজেনদের। বলা হয়েছে, ‘কোনও মিথ্যা আমাদের লক্ষ্যচ্যূত করতে পারবে না। সবার একটাই লক্ষ্য। আর লক্ষ্যের জন্য প্রত্যেককে দরকার হলে জীবন দিতে হবে। স্বাধীনতার পতন হলে কে দাঁড়াবে?’
এমন কঠিন পরিস্থিতিতেও ভারতীয় সেনাদের অদম্য সংকল্প নিয়ে সীমান্ত রক্ষার ছবি টুইটার ব্যবহারকারীদের মন জয় করেছে। টুইটার ব্যবহারকারীরা ব্যাপক ভাবে এই পোস্টগুলির এবং ভারতীয় সেনা সদস্যদের প্রশংসা করেছেন।