কলকাতা: করোনা আক্রান্ত ছবির তিন নায়ক নায়িকাই। পিছিয়ে দিতে হচ্ছে নতুন ছবি 'ডাঃ বক্সী'-র শ্যুটিং, জানালেন পরিচালক সপ্তাশ্ব বসু। নতুন ছবি 'ডাঃ বক্সী'-র প্রধান তিন চরিত্রে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। করোনা তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছেন এই তিন অভিনেতা অভিনেত্রীই । আপাতত আইসোলেশনে রয়েছেন সবাই।
করোনার তৃতীয় ঢেউয়ে কার্যত বেহাল টলিউড। রোজই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্য়া। একদিনেই আক্রান্ত হয়ে পড়ছেন একাধিক তারকারা। এই পরিস্থিতিতে ব্যহত হয়েছে একাধিক ছবির শ্যুটিংও। জানুয়ারির মাঝামাঝি শ্যুটিং শেষ হওয়ার কথা ছিল সপ্তাশ্ব বসুর (Saptaswa Basu) নতুন ছবি 'ডাঃ বক্সী'-র। পরিচালক বলছেন, 'জানুয়ারির মাঝামাঝি আর ৫-৬ দিনের আউটডোর শ্যুটিং বাকি ছিল পাহাড়ে। কিন্তু এখন আমার ছবির তিন নায়ক নায়িকাই করোনা আক্রান্ত। আইসোলেশনে রয়েছেন সবাই। তাই মনে হচ্ছে না নির্ধারিত দিনে শ্যুটিং শুরু করতে পারব। ফেব্রুয়ারি পর্যন্ত শ্যুটিং পিছোতে হতে পারে। ওই শ্যুটিংটা শেষ হয়ে গেলেই গোটা ছবির শ্যুটিং শেষ হয়ে যাবে।'
আরও দেখুন: 'বয়স বেড়ে যাওয়াকে আগে কখনও আশীর্বাদ বলে মনে হয়নি'
তৈরি হয়ে রয়েছে সপ্তাশ্বর নতুন ছবি 'জতুগৃহ'-ও। পরিচালক বললেন, 'জতুগৃহ মুক্তির কথা ছিল। কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের জন্য পুর্নবিবেচনা করা হচ্ছে মুক্তির দিন। প্রেক্ষাগৃহে নতুন করে বিধি জারি হয়েছে। তবে এই বছরেই মুক্তি পাবে 'জতুগৃহ' আর 'ডাঃ বক্সী'। 'স্পাইডারম্যান' (স্পাইডারম্যান-নো ওয়ে হোম) আমাদের দেখিয়ে দিয়ে গিয়েছে, ভালো বিষয় হলে কেবল বলিউড নয়, যে কোনও ছবিই ব্যবসা করতে পারে। শুধু স্পাইডারম্যান কেন, আঞ্চলিক ছবি 'পুষ্পা'-ও ভালো ব্যবসা করেছে। বাংলা ছবির বিষয়বস্তুও ভালো হলে প্রেক্ষাগৃহে দর্শক টানবেই।'
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফার্স্ট লুক। সেখানে দেখা যাচ্ছে, ছবিতে শুভশ্রীর নাম মৃণালিনী সেন। একজন লেখিকার চরিত্রে অভিনয় করছেন তিনি। কিন্তু মোশান পোস্টারে তাঁর হাতে দেখা গেল ছুরি, কপালে ক্ষত। সেখান থেকে চুঁইয়ে পড়ছে রক্ত। মেডিক্যাল থ্রিলার এই ছবি মুক্তি পাবে এই বছরেই।