মুম্বই: সুপ্রিম কোর্টের অযোধ্যা রায়ের জন্য কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার ‘কৃতিত্ব’ দাবি করতে পারে না বলে জানাল শিবসেনা। শনিবার বহুপ্রতীক্ষিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি বিতর্ক মামলার রায় ঘোষণার প্রাক্কালে শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে এই অভিমত জানিয়ে বলেন, আমরা অনুরোধ করেছিলাম, অযোধ্যায় রামমন্দির নির্মাণে আইন তৈরি করতে, কিন্তু সরকার তা করেনি। এবার সুপ্রিম কোর্ট যখন রায় দিতে চলেছে, সরকার এর কৃতিত্ব নিতে পারে না, তা মন্দিরের দাবিদারদের পক্ষে গেলেও।
শিবসেনা, বিজেপির মধ্যে মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে চলতি টানাপড়েনের মধ্যেই উদ্ধব অযোধ্যা মামলা নিয়ে এনডিএ-র বড় শরিককে বিঁধলেন। ৫০-৫০ ফর্মূলায় মুখ্যমন্ত্রী পদ সহ ক্ষমতা সমান ভাবে বন্টনের দাবিতে গোঁ ধরে রয়েছে শিবসেনা। বিজেপি তা মানতে নারাজ। এ নিয়ে সংঘাত অব্যাহত থাকার পর গতকাল মাঝরাতে ত্রয়োদশ বিধানসভার মেয়াদ শেষের প্রাক্কালে পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশ।
অযোধ্যা রায়ের কৃতিত্ব মোদি সরকার দাবি করতে পারে না, বললেন উদ্ধব
Web Desk, ABP Ananda
Updated at:
09 Nov 2019 11:54 AM (IST)
শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে এই অভিমত জানিয়ে বলেন, আমরা অনুরোধ করেছিলাম, অযোধ্যায় রামমন্দির নির্মাণে আইন তৈরি করতে, কিন্তু সরকার তা করেনি। এবার সুপ্রিম কোর্ট যখন রায় দিতে চলেছে, সরকার এর কৃতিত্ব নিতে পারে না, তা মন্দিরের দাবিদারদের পক্ষে গেলেও।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -