নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইনের মাধ্যমে নাগরিকত্ব দানের প্রক্রিয়া অনলাইন করার কথা ভাবছে কেন্দ্র। পশ্চিমবঙ্গ, কেরল সহ বেশ কয়েকটি রাজ্য সিএএ মানবে না বলে ঘোষণা করায় এ পথে হাঁটতে পারে তারা। এর ফলে রাজ্যগুলিতে এড়িয়ে ধর্মীয় কারণে নাগরিকত্ব দান করা সম্ভব বলে তারা মনে করছে।


কেরল সরকার বিধানসভায় প্রস্তাব পাশ করিয়ে সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবি করেছে। পশ্চিমবঙ্গ, পঞ্জাব সহ আরও বেশ কয়েকটি রাজ্য বলেছে, তারাও এই আইন কার্যকর করবে না। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রক সংশ্লিষ্ট জেলা শাসকের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া বাদ দেওয়ার কথা ভাবছে। মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, আবেদনপত্র নেওয়া, কাগজপত্র পরীক্ষা ও নাগরিকত্ব প্রদান- গোটা প্রক্রিয়া অনলাইন করার পথে হাঁটতে পারেন তাঁরা। এর ফলে রাজ্য সরকার কোনওভাবেই উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানের কাজে বাধা দিতে পারবে না।

ওই আধিকারিক এও বলেছেন, যে রাজ্য সরকারগুলির নাগরিকত্ব আইন প্রত্যাখ্যান করার কোনও অধিকার নেই। ওই আইন ইতিমধ্যে সংবিধানের সপ্তম তফশিলের তালিকাভুক্ত হয়েছে। তালিকার কোনও আইন প্রত্যাখ্যানের অধিকার কোনও রাজ্যের নেই।  কেন্দ্রীয় ওই তালিকায় প্রতিরক্ষা, বিদেশ, রেলওয়ে, নাগরিকত্ব ইত্যাদি ৯৭টি বিষয় রয়েছে।