মুম্বই: ধুমধাম করে ২০ তারিখ মুক্তি পেয়েছে সলমন খানের দাবাং ৩। কিন্তু ২ সপ্তাহ কাটার আগেই ছবিটি মুখ থুবড়ে পড়েছে। উল্টোদিকে রমরমিয়ে চলছে অক্ষয় কুমারের কমেডি ছবি গুড নিউজ। ওয়াকিবহল মহলের ধারণা, গুড নিউজ-ই দাবাং ৩-র বাজার খেয়ে ফেলেছে।
গতকাল দাবাং ৩-র রোজগার হয়েছে সব মিলিয়ে মোটে ২ কোটির মত। গত শুক্রবার ছবিটি ব্যবসা করে সাড়ে তিন কোটি টাকা, শনিবার ৩.২৫ কোটি টাকা ও রবিবার সাড়ে চার কোটি। কিন্তু সোমবার ব্যবসা খুব খারাপ। সব মিলিয়ে ১১ দিনে ছবির রোজগার ১৩৯.৮০ কোটি টাকা। উল্টোদিকে গত শুক্রবার মুক্তির পর দিব্যি চলছে গুড নিউজ। প্রথম চারদিনেই ছবির রোজগার ৭৮.৪০ কোটি টাকা। শুক্রবার অর্থাৎ মুক্তির প্রথম দিন গুড নিউজ ১৭.৫৬ কোটি টাকার ব্যবসা করে। শনিবার ২১.৭৮ কোটি টাকা ও রবিবার ১৩.৪১ কোটি টাকা।
দাবাং ৩ অবশ্য বেশ ধাক্কা খায় সংশোধনী নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে আন্দোলনের জেরে। অশান্তির চোটে খুব বেশি লোক সিনেমাহলে যাননি। আর দ্বিতীয় সপ্তাহে অক্ষয়ের ছবির জন্য সলমনের ছবি ব্যবসা করতে পারছে না।
বক্স অফিসে অক্ষয়ের গুড নিউজ-এর সামনে টিকল না সলমনের দাবাং ৩, দেখুন কেমন চলছে দুই ছবি
ABP Ananda, Web Desk
Updated at:
31 Dec 2019 09:36 PM (IST)
দাবাং ৩ অবশ্য বেশ ধাক্কা খায় সংশোধনী নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে আন্দোলনের জেরে। অশান্তির চোটে খুব বেশি লোক সিনেমাহলে যাননি। আর দ্বিতীয় সপ্তাহে অক্ষয়ের ছবির জন্য সলমনের ছবি ব্যবসা করতে পারছে না।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -