নয়াদিল্লি: করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কের মধ্যে একের পর এক রাজ্য সরকারি দপ্তরে কর্মীদের উপস্থিতি কমাচ্ছে বা কাজের সময়সীমা কাটছাঁট করছে। এবার কেন্দ্রের সরকারও জানিয়ে দিল, সরকারি অফিসগুলির ৫০ শতাংশ বাড়িতে বসে কাজ করবেন। বাকি কর্মীরা থাকবেন অফিসে।
সব কেন্দ্রীয় সরকারের মন্ত্রক, রাজ্য পরিচালিত সংস্থা ও কেন্দ্রের অর্থে চলা অন্য সব সংস্থায় এই নিয়মে কাজ চালাতে হবে। গ্রুপ বি ও সি-ভুক্ত কর্মীরা অর্থাত মাঝারি ও জুনিয়র পদের লোকজন বাড়ি থেকে কাজ করবেন। অফিসে যারা থাকবেন, তাঁদেরও কাজের সময়সীমা এদিকওদিক করা হবে।
কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ সংক্রান্ত মন্ত্রকের খবর, করোনাভাইরাস সংক্রমণ রোধে এমন সিদ্ধান্ত। গণ পরিবহণ ব্যবস্থার মাধ্যমে লোকজনের আসা যাওয়ার মধ্যে দিয়ে সংক্রমণ ছড়ানোর বিন্দুমাত্র সম্ভাবনা যাতে না থাকে, তা সুনিশ্চিত করতে চায় তারা। আমলা মহল যাতে সংক্রমণের আঁচ থেকে দূরে থাকে, তাও লক্ষ্য কেন্দ্রের।
দেশব্যাপী প্রায় ৪৮ লক্ষ ৩৪ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সিংহভাগই গ্রুপ বি ও সি-তে পড়েন। মোট কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যে আনুমানিক ৩১ লক্ষ ১০ হাজার সরাসরি কেন্দ্রের নিয়োগ করা, বাকিরা রাজ্য সরকারি অর্থে চলা সংস্থা।
কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ সংক্রান্ত মন্ত্রকের সুজাতা চতুর্বেদীর জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভাগীয় প্রধানদের সুনিশ্চিত করতে হবে যে, প্রতিদিন ৫০ শতাংশ কর্মীকে যেন বাড়ি থেকে কাজ করবেন, গ্রুপ বি ও সি কর্মীদের ৫০ শতাংশ থাকবেন অফিসে।
সরকারি পরিসংখ্যান অনুসারে কেন্দ্রীয় সরকারের ২.৪ লক্ষ গ্রুপ বি অফিসার আছেন (এদের ৬০ শতাংশ গেজেটেড অফিসার),২৭.৭ লক্ষ গ্রুপ সি-তে পড়েন।
আজকের নির্দেশের অর্থ, মাত্র ১.১ লক্ষ গ্রুপ এ অফিসারকে কর্মস্থলে থেকে কাজ করতে হবে। তাঁদের সময়সীমাও বদলে যেতে পারে। চতুর্বেদীর নির্দেশিকায় বলা হয়েছে, তিনটি দলে ভাগ করা হতে পারে কর্মীদের। প্রথম ব্যাচের ডিউটি শুরু হবে সকাল ৯টায়, দ্বিতীয় দলটি শুরু করবে সাড়ে ৯টায় ও তৃতীয় দলটি শুরু করবে সকাল ১০টায়।