জমি দখলের চেষ্টা, বাধা দেওয়ায় বাসন্তীর বিজেপি নেতা ও তাঁর অন্তঃসত্ত্বা মেয়েকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Mar 2020 01:55 PM (IST)
যদিও তৃণমূল দাবি করেছে, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা।
দক্ষিণ ২৪ পরগনা: বাসন্তীতে এক বিজেপি নেতা ও তাঁর অন্তঃসত্ত্বা মেয়েকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, ওই বিজেপি নেতার জমি দখলের চেষ্টা করেন স্থানীয় এক তৃণমূল কর্মী ভগীরথ দাস। বাধা দেওয়ায় তাঁকে ও তাঁর অন্তঃসত্ত্বা মেয়েকে মারধর করা হয়। তাঁদের বাঁচাতে গিয়ে আরও ২ জন আক্রান্ত হন। ওই ব্যক্তি বিজেপি করাতেই এই হামলা বলে অভিযোগ। যদিও তৃণমূল দাবি করেছে, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা।