মদের আসরে বচসা, রামপুরহাটে ‘বন্ধু’র হাতে যুবক খুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Mar 2020 01:28 PM (IST)
পুলিশ জানিয়েছে, ধৃত মুক্তারকে জেরায় জানা গিয়েছে, ৯ তারিখ তার আত্মীয়ের বিয়েতে আসেন মলয়। সেখানে মদের আসরে বচসার জেরে তাঁকে শ্বাসরোধ করে খুন করে চিতুরি গ্রামের একটি পুকুরের পাঁকে পুঁতে দেয় মুক্তার।
NEXT PREV
বীরভূম: ১০ দিন নিখোঁজ থাকার পর বীরভূমের রামপুরহাটের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পুকুর থেকে উদ্ধার হল এক তরুণের পচাগলা দেহ। খুনের অভিযোগে তাঁর এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রামপুরহাটের বড়জোল গ্রামে। মৃতের নাম মলয় মণ্ডল। পেশায় মিষ্টির কারিগর মলয় ৮ তারিখ থেকে নিখোঁজ ছিলেন। ১৫ তারিখ বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে চিতুরি গ্রামে একটি পুকুরের ধার থেকে ২১ বছরের তরুণের মোটরবাইকটি উদ্ধার হয়। এরপরই তাঁর বন্ধু মুক্তার মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেন গ্রামবাসীরা। সন্দেহ হওয়ায় গতকাল ওই মুক্তারকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বয়ানে অসঙ্গতি মেলায় তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত মুক্তারকে জেরায় জানা গিয়েছে, ৯ তারিখ তার আত্মীয়ের বিয়েতে আসেন মলয়। সেখানে মদের আসরে বচসার জেরে তাঁকে শ্বাসরোধ করে খুন করে চিতুরি গ্রামের একটি পুকুরের পাঁকে পুঁতে দেয় মুক্তার। গতকাল ওই পুকুর থেকেই মলয়ের পচাগলা দেহ উদ্ধার হয়।