নয়াদিল্লি: UPA আমলের থেকে বেশি কর্মসংস্থান হয়েছে মোদি সরকারের (Narendra Modi Government)শাসনকালে। বৃহস্পতিবার রাজ্যসভায় (Rajya Sabha) এক প্রশ্নের উত্তরে পরিসংখ্যান দিয়ে তেমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ (Jitendra Singh)।
Central Employment Update: এদিন সংসদের উচ্চকক্ষে কেন্দ্রীয় মন্ত্রী জানান, ২০১৪ সালের থেকে মোদি জমানায় ৬.৯৮ লক্ষ কর্মসংস্থান করেছে কেন্দ্র। যা কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলের থেকে ঢের বেশি। সাত বছরের তুলনা করলে দেখা যাবে ৬.১৯ লক্ষ কর্মী নিয়োগ করেছিল UPA সরকার।
রাজ্যসভায় অতিরিক্ত প্রশ্ন-উত্তর পর্বে দেশের কর্মসংস্থানের হালহকিকত তুলে ধরেন জিতেন্দ্র সিংহ।তিনি বলেন, ''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে দেশে কর্মসংস্থানের ক্ষেত্রগুলিতে গতি এসেছে। পাশাপাশি নতুন পদ তৈরির চেষ্টা করছে সরকার।'' পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী জানান, ২০০৭-০৮ থেকে ২০১৩-১৪ সাল পর্যন্ত ৬,১৯,০২৭টি পদ পূরণ হয়েছিল। Staff Selection Commission, Union Public Service Commission ও Railway Recruitment Board-এর মাধ্যমে হয়েছিল এই নিয়োগ।
UPA আমলের তুলনা টেনে তিনি বলেন, ''মোদি সরকারের গত সাত বছরে কর্মসংস্থান বেড়ে দাঁড়িয়েছে ৬,৯৮,০১১। পদের অনুমোদনের ক্ষেত্রেও অনেক এগিয়ে এই সরকার।২০২০ সালের মধ্যে অনুমোদিত পদ বেড়েছে ৪০,০৪,৯৪১। সেখানে ২০১৪ সালে ইউপিএ সরকারের আমলের এই সংখ্যাটা ছিল ৩৬,৪৫,৫৮৪ ।''
এই বলে অবশ্য থেমে থাকেননি কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, চাকরির ক্ষেত্রে নিয়োগ একটি চলমান পদ্ধতি। তাই কোনও খালি পদের বিজ্ঞপ্তি জারি হয়ে তা পূর্ণ না হতেই নতুন কর্মসংস্থানের জায়গা তৈরি হয়।অন্যান্য কারণের পাশাপাশি অবসর, মৃত্যু বা কারও পদন্নোতি ঘটলে চাকরির পদ খালি হয়।সেই অনুযায়ী কর্মসংস্থানের ক্ষেত্র বাড়ে বা কমে।
সংসদে পেশ করা গত ৫ বছরের পরিসংখ্যান বলছে, স্টাফ সিলেকশন কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ও রেলওয়ে রিক্রটমেন্ট বোর্ডের অধীনে ৪,৪৪,৮১৩ কর্মসংস্থান হয়েছে।একটা বিষয় মাথায় রাখতে হবে, কোনও কারণে দুই বা তিন বছর কোনও পদ খালি থাকলে তা বিলুপ্ত বলে গণ্য করা হয়।
আরও পড়ুন : Bank Holidays December 2021: ডিসেম্বরে ব্যাঙ্ক বন্ধ ১২ দিন, জেনে নিন পুরো তালিকা
আরও পড়ুন : Maruti Suzuki Price Hike: বছরের শুরুতেই বড় ধাক্কা ! গাড়ির দাম বাড়াচ্ছে মারুতি