নয়াদিল্লি: ১ এপ্রিল থেকে ৩১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে জনগণনার কাজ চলবে। সেনসাস ২০২১। এই প্রক্রিয়ায় সেনসাসের তথ্য সংগ্রহ অভিযানে মোট ৩১টি প্রশ্ন করা হবে আমজনতাকে। কেন্দ্র ওই প্রশ্নের তালিকা চূড়ান্ত করেছে।
এ ব্য়াপারে প্রকাশিত সাম্প্রতিকতম বিজ্ঞপ্তি অনুসারে সরকার যেসব তথ্য চাইবে, সেগুলির মধ্যে আছে মেঝে কী জাতীয় উপকরণ দিয়ে বানানো, বাড়ির দেওয়াল, ছাদ, বাড়িতে কতগুলি থাকার ঘর আছে, প্রস্রাবাগার আছে কিনা, থাকলেও কী ধরনের প্রস্রাবাগার ইত্যাদি।
৩১টি প্রশ্নের তালিকা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, ১৯৪৮ সালের সেনসাস আইনের ৮ নম্বর ধারার উপধারা (১) –এ দেওয়া ক্ষমতা ব্য়বহার করে কেন্দ্রীয় সরকার সব সেনসাস অফিসারকে নির্দেশ দিচ্ছে, তাঁরা যে যে স্থানীয় এলাকার জন্য নিযুক্ত হয়েছেন, সেখানকার বাসিন্দাদের কাছ থেকে ২০২১-এর সেনসাসের ব্যাপারে বাড়ি বাড়ি তথ্য জোগাড় করার জন্য নীচে উল্লিখিত বিষয়গুলির ওপর প্রশ্ন করতে পারবেন।
প্রশ্নাবলীর মধ্যে আছে বাড়ির নম্বর (পুর বা স্থানীয় কর্তৃপক্ষ বা সেনসাস নম্বর), সেনসাস হাউস নম্বর, বাড়ির দেওয়াল, ছাদ, মেঝে বা তলের মূল নির্মাণ সামগ্রী, বাড়ির কেমন অবস্থা, বাড়িতে মোট কতজন বসবাস করেন, বাড়ি বা পরিবারের কর্তার নাম, তাঁর লিঙ্গ কী, তাঁর জাত কী ইত্যাদি।
এছাড়াও জানতে চাওয়া হবে সেনসাসের আওতাভুক্ত বাড়ির মালিকানার কী অবস্থা, কতগুলি থাকার ঘর আছে, কতজন বিবাহিত সদস্য আছেন, পানীয় জল, বিদ্য়ুত্ সরবরাহ হয় কোথা থেকে, শৌচাগার আছে কিনা, কী ধরনের শৌচাগার আছে, বর্জ্য বেরনোর কী ব্যবস্থা আছে, স্নানের সুবিধা আছে কিনা, রান্নাঘর ও এলপিজি বা পিএনজি সংযোগ আছে কিনা, রান্নাবান্না হয় কী ধরনের জ্বালানিতে, বাড়িতে রেডিও বা ট্রানজিস্টর, টেলিভিশন, ইন্টারনেট সংযোগ, ল্য়াপটপ বা কম্পিউটার, টেলিফোন, মোবাইল, স্মার্টফোন, বাইসাইকেল, স্কুটার, মোটরসাইকেল, মপেড, গাড়ি, ভ্যান আছে কিনা, কী ধরনের শস্যদানা পরিবারে খাওয়া হয় ইত্যাদি। সেনসাস সংক্রান্ত যোগাযোগের জন্য মোবাইল নম্বরও চাওয়া হবে বলে জানা গিয়েছে।
১ এপ্রিল থেকে শুরু, ২০২১-এর সেনসাসে ৩১টি প্রশ্ন চূড়ান্ত করেছে কেন্দ্র, কী কী দেখুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Mar 2020 02:08 PM (IST)
৩১টি প্রশ্নের তালিকা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, ১৯৪৮ সালের সেনসাস আইনের ৮ নম্বর ধারার উপধারা (১) –এ দেওয়া ক্ষমতা ব্য়বহার করে কেন্দ্রীয় সরকার সব সেনসাস অফিসারকে নির্দেশ দিচ্ছে, তাঁরা যে যে স্থানীয় এলাকার জন্য নিযুক্ত হয়েছেন, সেখানকার বাসিন্দাদের কাছ থেকে ২০২১-এর সেনসাসের ব্যাপারে বাড়ি বাড়ি তথ্য জোগাড় করার জন্য নীচে উল্লিখিত বিষয়গুলির ওপর প্রশ্ন করতে পারবেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -