পরপর জন্মদিন টাইগার-শ্রদ্ধার, বিশাল বড় কেক কাটল টিম ‘বাগী থ্রি’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Mar 2020 11:26 AM (IST)
৩০ বছরের জন্মদিন পালন করলেন টাইগার। আর শ্রদ্ধা পালন করলেন তাঁর ৩৩ এর জন্মদিন।
মুম্বই: আজ জন্মদিন শ্রদ্ধা কপূরের। সামনেই ‘বাগী থ্রি’-র মুক্তি। জোরকদমে চলছে প্রচার। টাইগার-শ্রদ্ধার ভক্তরাও অধীর আগ্রহে ৬ মার্চের অপেক্ষায়। ‘বাগী থ্রি’-র প্রচারে সম্প্রতি দুবাইও গিয়েছিলেন তাঁরা। মজার ব্যাপার হল, সোমবার, ২ মার্চ ছিল টাইগারের জন্মদিন, মঙ্গলবার শ্রদ্ধার। পরপর দুই তারকার জন্মদিন একসঙ্গে উদযাপন করলেন ছবির কলাকুশলীরা। ৩০ বছরের জন্মদিন পালন করলেন টাইগার। আর শ্রদ্ধা পালন করলেন তাঁর ৩৩ এর জন্মদিন। মেয়ের জন্মদিনে কী উপহার দেবেন? শ্রদ্ধার বাবা, শক্তি কপূর জানালেন, শ্রদ্ধাকে কী দেব জানি না। ওর কাছে সবই আছে। তবে ওকে সারপ্রাইজ দিতে চাই। ছুটি কাটাতে যেতে চাই শ্রদ্ধার সঙ্গে। দেখা যাক কী হয়! ‘বাগী থ্রি’ ছবিতে টাইগার শ্রদ্ধার সঙ্গে আছেন রীতেশ দেশমুখ ও জ্যাকি শ্রফও। এই প্রথম পর্দায় এই বাবা-ছেলের জুটিকে দেখবে সিনেপ্রেমীরা। ‘বাগী টু’তে টাইগারের বিপরীতে ছিলেন দিশা পটানি। এর আগে ‘ওয়ার’ ছবিতে হৃতিক ও টাইগারের অ্যাকশনে মজেছিল দর্শক। ‘বাগী থ্রি’ও অ্যাকশনে ভরপুর। তাহলে কি শ্রদ্ধা-টাইগারের জুটি বক্সঅফিসে বাজিমাৎ করবে? জন্মদিনের মরসুমে কি হিট ছবির উপহার পাবেন দুজনে?