নয়া দিল্লি : নতুন সংসদ ভবনের (New Parliament Building) উদ্বোধনী-মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আনা হচ্ছে ৭৫ টাকার বিশেষ কয়েন। বৃহস্পতিবার একথা জানাল অর্থমন্ত্রক (Ministry of Finance)। এর পাশাপাশি ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষেও আনা হচ্ছে এই কয়েন। কয়েনের একদিকে থাকবে অশোক স্তম্ভের লায়ন ক্যাপিটাল। যার নীচে লেখা থাকবে, "সত্যমেব জয়তে।" বাঁদিকে দেবনগরি হরফে লেখা থাকবে, "ভারত।" ডান দিকে ইংরাজিতে উল্লেখ থাকবে, "ইন্ডিয়া-র।"


কয়েনে থাকবে রুপির প্রতীক। লায়ন ক্যাপিটালের নীচে লেখা থাকবে, আন্তর্জাতিক সংখ্যায় ৭৫-এর মূল্য। কয়েনের উল্টো পিঠে সংসদ ভবন চত্বরের ছবি। উপরে দেবনগরি হরফে লেখা থাকবে "সংসদ সঙ্কুল" এবং নীচে ইংরাজিতে লেখা থাকবে, "সংসদ চত্বর।"


মুদ্রাটি ৪৪ মিলিমিটার ব্যাস সহ বৃত্তাকার আকারের হবে এবং এর কিনারা বরাবর ২০০ টি সেরেশন থাকবে। ৩৫ গ্রামের মুদ্রাটি চার-অংশের শংকর ধাতু দিয়ে তৈরি করা হবে। যার মধ্যে ৫০% রুপো, ৪০% তামা, ৫% নিকেল এবং ৫% দস্তা থাকবে।


আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন সংসদ ভবনের উদ্বোধন করার কথা রয়েছে। কিন্তু, ২০টি বিরোধী রাজনৈতিক দল এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ব্রাত্য রাখার বিরোধিতায় একজোট হয়েছে বিরোধী শিবির। গত বুধবার ২০টি বিরোধী দলের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়েছে, তারা নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠান বয়কট করবে। তালিকায় রয়েছে- কংগ্রেস, তৃণমূল, এনসিপি, সিপিআই, সিপিএম, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টিসহ মোট ২০টি দল।


বিবৃতিতে জানানো হয়েছে, 'সংসদের অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি, তিনি যৌথ সংসদীয় অধিবেশনে ভাষণ দেন এবং সভা স্থগিত করেন। সংসদে পাস করা আইন কার্যকর করতে রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন হয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে রাষ্ট্রপতিকে ছাড়া সংসদ অচল।' সূত্রের খবর, নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবে শিরোমণি অকালি দল, ওয়াই এস আর কংগ্রেস এবং টিডিপি। 


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প, সেন্ট্রাল ভিস্তার (Central Vista) অংশ এই নয়া সংসদ ভবন (New Parliament Building)। তাঁর হাতেই উদ্বোধন হবে। ঘটনাচক্রে মে মাসের শেষেই কেন্দ্র মোদি সরকারের নয় বছর পূর্ণ হতে চলেছে। ২০১৪ সালের ২৬ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদি। নয়া সংসদভবন উদ্বোধনের সঙ্গে মিলে যাচ্ছে তার পূর্তিও।


আরও পড়ুন ; 'ফের প্রধানমন্ত্রী হচ্ছেন মোদি-ই', আস্ফালন শাহ-র; ভবিষ্যবাণী আসন-সংখ্যা নিয়েও