মানুষ কাকে চান প্রার্থী হিসেবে? সিউড়িতে চায়ে পে চর্চায় জানতে চাইলেন বিজেপি নেতারা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Mar 2020 12:44 PM (IST)
পুর নির্বাচনে তাঁরা বিজেপি প্রার্থী হিসেবে কাকে চাইছেন তা জানতে চাইলেন। পাশাপাশি সরব হলেন শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে।
বীরভূম: এখনও ঘোষণা হয়নি পুরভোটের দিন। প্রার্থী তালিকা নিয়ে চিন্তাভাবনা করছে সব দল। এরই মধ্যে বীরভূমের সিউড়িতে চায়ে পে চর্চায় সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে মানুষের সঙ্গে আলোচনায় বসল বিজেপি। সিউড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বড়বাগান এলাকায় চায়ের আসরে দলের সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে এলাকার মানুষের সঙ্গে আলোচনা করলেন স্থানীয় বিজেপি নেতারা। পুর নির্বাচনে তাঁরা বিজেপি প্রার্থী হিসেবে কাকে চাইছেন তা জানতে চাইলেন। পাশাপাশি সরব হলেন শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে। যদিও তৃণমূল জেলা নেতৃত্ব দাবি করেছে, এসব বিজেপির নাটক, পুর নির্বাচনের ফল ঘোষণা হলেই এলাকার মানুষ কাকে চান স্পষ্ট হয়ে যাবে।