চামোলি: গত কয়েকদিনে চামোলিতে (Chamoli Flood) বন্যা ও বৃষ্টির তাণ্ডব দেখা গিয়েছে। তার উপর এবার ভয়াবহ দুর্ঘটনা। বুধবার চামোলির জেলার অলকানন্দা (Alakananda River) নদীর তীরে একটি বড়সড় দুর্ঘটনা ঘটেছে। সূত্রের খবর, ট্রান্সফরমার বিস্ফোরণের ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দশজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।


ভারী বর্ষণের পর উত্তরাখণ্ডের (Uttarakhand)  চামোলি, হরিদ্বার, রুদ্রপ্রয়াগ সহ বহু জেলায় বন্যা পরিস্থিতি চলছে। বুধবার চামোলিতে অলকানন্দা নদীর তীরে একটি ট্রান্সফরমার বিস্ফোরণে প্রায় দশজনের মৃত্যু হয়েছে। চামোলির এসপি পরমেন্দ্র ডোভাল এই ঘটনার কথা জানিয়েছেন। তিনি বলেন, 'চামোলি জেলার অলকানন্দা নদীর তীরে ট্রান্সফরমার বিস্ফোরণে দশজনের মৃত্যু হয়েছে, এবং এই দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছে।'


 






এসপির দেওয়া তথ্য অনুযায়ী, 'এই দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের সকলের চিকিৎসা চলছে।' অন্যদিকে, উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমারের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ফাঁড়ির ইনচার্জেরও মৃত্যু হয়েছে।


 






সূত্রের খবর, গভীর রাতেই নাকি এই দুর্ঘটনা ঘটে। প্রশাসনের কাছে অনেক পরে খবর এসেছে। এখনও পর্যন্ত যতগুলো দেহ উদ্ধার করা হয়েছে সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যাঁরা গুরুতর জখম, তাঁদের চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  বেশ কয়েকজনকে কপ্টারের মাধ্য়মে হৃষিকেশের AIIMS-এ নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, চামোলিতে নমামি গঙ্গে প্রকল্পের অধীনে একটি প্রকল্পের কাজ চলছিল। সেই নির্মাণকাজের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। অলকানন্দা নদী হিমালয় থেকে বের হয়ে উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর সঙ্গে মিলিত হয়েছে। অলকানন্দা ও ভাগীরথীর সঙ্গম দেবপ্রয়াগে। সঙ্গমের পরে এটি গঙ্গা নদী নামে পরিচিত। সম্প্রতি অলকানন্দা নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় শ্রীনগর বাঁধ থেকে জল ছাড়া হয়েছে। এই কারণে, দেবপ্রয়াগ, ঋষিকেশ এবং হরিদ্বারে সতর্কতা জারি করেছিলেন জেলা ম্যাজিস্ট্রেট।


আরও পড়ুন: নতুন রেকর্ড গড়ল বাজার,সকালে উত্থান;দুপুরেই কি পতন ? কোথায় রয়েছে মেজর সাপোর্ট ?