শৈব (Lord Shiva)ভক্তদের কাছে শ্রাবণ মাস (Sawaan Month) অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্তরা ছুটে আসেন শিবক্ষেত্রে। নিজের বাড়িতেও শ্রাবণ সোমবার উদযাপন করেন অনেকে। শ্রাবণে যে চারটি সোমবার রয়েছেস তাতে ভগবানের রুদ্রাভিষেক (Rudra Abhishek) করলে দ্বিগুণ ফল পাওয়া যায় বলে বিশ্বাস। জল, দুধ ছাড়াও আরও অনেক কিছু দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা হয়। এর ফলও মেলে ।
নানা উপায়ে ভগবান শিবের অভিষেক করা যায়।
জল দিয়ে অভিষেক
শ্রাবণ মাসে ভগবান শিবকে দুধ দিয়ে অভিষেক করুন
শিবলিঙ্গে দুধ অর্পণ করা শুভ বলে মনে করা হয়। আপনি যদি শারীরিক এবং মানসিক সমস্যার মধ্যে থাকেন, তাহলে শিবলিঙ্গে দুধ অর্পণ করলে স্বস্তি মিলতে পারে। এর পাশাপাশি কুণ্ডলীতে চন্দ্রের অবস্থান শক্তিশালী হয়।
শ্রাবণে ফলের রস দিয়ে শিবের অভিষেক করুন
ভগবান শিবকে বিশুদ্ধ ফলের রস দিয়ে অভিষেক করাও শুভ বলে মনে করা হয়। স্তব করার সময় ফলের রস দিয়ে অভিষেক করলে অখণ্ড ধন লাভ হয়।
শবনে সরিষার তেল দিয়ে ভগবান শিবের অভিষেক
গ্রহের বাধা নাশ করতে সরিষার তেল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা শুভ হবে। সরিষার তেল নিবেদনের সময় ওম নমঃ শিবায় জপ করতে হবে। সরিষার তেল নিবেদন করলে মানুষ সর্বক্ষেত্রে সাফল্য লাভ করে।
ছোলার ডাল দিয়ে শিবের অভিষেক
ভগবান শিবের পুজোয় ছোলা ডাল অর্পণ করুন। এইভাবে অভিষেক করলে সকল প্রকার ঋণ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস। এর সঙ্গে সুখ ও সমৃদ্ধি লাভ হয়।
কালো তিল দিয়ে শ্রাবণে ভগবান শিবের অভিষেক করুন
কালো তিল দিয়ে ভগবান শিবকে অভিষেক করাও শুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিবকে এক মুঠো তিল নিবেদন করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং ঝামেলা দূর হয়।
গঙ্গার জলে মধু মিশিয়ে ভোলানাথের রুদ্রাভিষেক করুন
গঙ্গার জলে মধু মিশিয়ে রুদ্রাভিষেক করুন। গঙ্গার জলে সামান্য মধু মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করলে তাঁর জীবনে পজিটিভ এনার্জি আসে। সন্তানের সুখ পাওয়া যেতে পারে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকে।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial