কলকাতা: ঝাড়খণ্ডের (Jharkhand politics) রাজনীতিতে নাটকীয় নানা মোড়। আর্থিক তছরুপ মামলায় ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছেন হেমন্ত সোরেন (Hemant Soren Arrested)। গ্রেফতারির আগে রাঁচিতে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তারপরেই সামনে এসেছে ঝাড়খণ্ডের মন্ত্রিসভার পরিবহন মন্ত্রী চম্পই সোরেনের (Champai Soren) নাম, সব ঠিক থাকলে তিনিই হতে চলেছেন ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী। ৪৭ বিধায়কের সমর্থন রয়েছে, রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবিও জানিয়েছেন। তিনিই মুখ্যমন্ত্রীর (New Chief Minister of Jharkhand) কুর্সিতে বসবেন কিনা তা সময় বলবে। রাত ১২টা পর্যন্ত ঝাড়খণ্ড রাজভবন থেকে কিছু জানানো হয়নি 


কিন্তু কে এই চম্পই সোরেন?


শিবু সোরেনের ছেলে হেমন্ত সোরেন গ্রেফতার হওয়ায় তাঁকেই মুখ্যমন্ত্রীর (Champai Soren as Jharkhand CM) পদে বসাতে সহমত ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস (Congress) এবং বাকি জোট শরিকরা। আগে হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেনের নাম ভেসে উঠলেও শেষ পর্যন্ত চম্পই সোরেনের নামেই সিলমোহর কেন? কেন এত বড় পদে পরিবহন মন্ত্রীর উপরে ভরসা রাখছে দল?


ঝাড়খণ্ডের মন্ত্রিসভায় পরিবহন মন্ত্রীর দায়িত্বে রয়েছেন চম্পই সোরেন (Champai Soren)। তার সঙ্গেই তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং পিছিয়ে পড়া অংশের উন্নয়ন দফতরের মন্ত্রীও তিনি। পাশাপাশি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (Jharkhand Mukti Morcha) ভাইস প্রেসিডেন্ট।


ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বর্ষীয়ান নেতা চম্পই সোরেন। শিবু সোরেনের (Shibu Soren) অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। ১৯৫৬ সালের নভেম্বরে ঝাড়খণ্ডের সেরিকেলা-খারসাওয়ান জেলায় জিলিনগোড়া (Jilinggora) গ্রামে জন্ম চম্পই সোরেনের। দশম শ্রেণি পাস চম্পই সোরেন সাত সন্তানের পিতা। কৃষক পরিবারের সন্তান চম্পইয়ের পদবী সোরেন হলেও তিনি শিবু সোরেনের পরিবারের কেউ নন। বিহার ভেঙে ঝাড়খণ্ডকে আলাদা রাজ্য করার যে আন্দোলন তাতে উল্লেখযোগ্য ভূমিকা ছিল এই চম্পই সোরেনের। সেই কাজের সুবাদেই তিনি বিখ্যাত হন ঝাড়খণ্ডের বাঘ (Jharkhand Tiger) নামে। ২০০৫ সালে বিজেপি লক্ষ্ণণ টুডুকে হারিয়ে প্রথম জয় পেয়েছিলেন তিনি। তারপর থেকে সেরিকেলা (Serikela Assembly) বিধানসভা থেকেই জিতেছেন। ২০১০ সালে অর্জুন মুণ্ডার বিজেপির সরকারে মন্ত্রী ছিলেন তিনি। ২০১৯ সালে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয় পেয়েছিলেন তিনি। 


আরও পড়ুন: কর কাঠামোয় পরিবর্তন থেকে আরও বরাদ্দ! বাজেটে কী চাইছে পর্যটন শিল্প?