কলকাতা: অন্তর্বর্তী বাজেটের (Interim Budget) আগে হোটেল শিল্পের (Hotel Industry) উপর কর-কাঠামো আরও নরম বা লঘু হওয়ার আবেদন করলেন হোটেল-শিল্পের সঙ্গে যুক্তরা। পাশাপাশি কেন্দ্রীয় বাজেটে (Central Budget) এই শিল্পের জন্য বরাদ্দ বৃদ্ধির দাবিও করা হয়েছে। তাঁদের মতে এমন পদক্ষেপ করলে তা পর্যটন শিল্পের (Tourism Industry) উন্নতির জন্য অত্যন্ত সদর্থক হবে। 


পিটিআই রিপোর্ট অনুযায়ী,  হিলটন গোয়ার (Hilton Goa) জেনারেল ম্যানেজার আমনদীপ সিংহ আশা প্রকাশ করেছেন যে পর্যটন শিল্পক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার (Reforms)) করা হবে। পরিকাঠামো উন্নয়ন, যাবতীয় প্রক্রিয়ার সরলীকরণ, পর্যটকদের অভিজ্ঞতা যাতে আরও ভাল হয় তার ব্যবস্থা করা- এমনই লক্ষ্যে কাজ হবে। তিনি জানিয়েছেন, কর কাঠামো (lenient tax structure) সহজ করলে এই ক্ষেত্রটি আরও উন্নতি করবে এবং পর্যটকদের জন্য়ও ভাল হবে। বেশ কিছু দেশ ভিসা-ফ্রি (Visa Free)করেছে বা ভিসা অন অ্যারাইভ্যালের সুযোগ দিচ্ছে, তার ফলে এই মুহূর্তে বিদেশভ্রমণের সংখ্যা বাড়ছে। এর সঙ্গে তাল মেলাতেই করকাঠামো সহজ করা এবং আরও কিছু পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তিনি।


পিটিআই রিপোর্ট অনুযায়ী, জুহুর হায়াত সেন্ট্রিকের (Hyatt Centric) জেনারেল ম্যানেজার শিল্পী খন্না জানাচ্ছেন, এখন হোটেল চালানোর খরচ (Operational costs) বিশাল। যা চ্যালেঞ্জের মুখে ফেলছে এই শিল্পক্ষেত্রটিকে। মুদ্রাস্ফীতির (Inflation) কারণে মানুষের খরচ করার ক্ষমতাও কমছে, যা উদ্বেগের বলেই জানিয়েছেন তিনি। শিল্পী খন্না জানাচ্ছেন, কোভিডের সময় সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছিল হসপিটালিটি সেক্টর (Hospitality Sector), পর্যটন শিল্পক্ষেত্র। ২০২৩ সালে ভাল ব্যবসা হলেও সেই ক্ষতি মেটানো এখনও সম্ভব হয়নি বলে জানাচ্ছেন তিনি। তাঁর বক্তব্য, 'সরকারের কাছে আমাদের আবেদন যাতে সরকার এই দেশের কর সংক্রান্ত নিয়মের দিকে নজর দেন। আয়কর কমিয়ে দিলে এই ব্যবসা ভাল চলবে।' তাঁর মতে,  Leave Travel Allowances-এর উপর কর কমালে পর্যটন শিল্প আরও উন্নতি করবে। এই শিল্পক্ষেত্রের জন্য় বরাদ্দ বৃদ্ধির (budget allocation in Tourism Sector) আশাও করেছেন তিনি। 


পিটিআই রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের ব়্যাডিসন ব্লু-এর (Radisson Blu Mumbai International Airport) জেনারেল ম্যানেজার হরকরণ সিংহ শেঠ বলছেন, 'দেশের অর্থনীতির সপ্তম পিলার হোটেল ইন্ডাস্ট্রি। এই ব্যবসায় সরলীকরণের দিকে নজর রাখা উচিত। দ্রুত প্রকল্প পাস করানোর জন্য এক জানালা নীতি (Single Window) নেওয়া প্রয়োজন। এতে নগদের জোগান বাড়বে, অর্থনীতির জন্যও ভাল হবে।'ঋণের কথাও বলেছেন তিনি। সহজে ঋণ পাওয়ার প্রক্রিয়া থাকলে এই পর্যটন শিল্পে আরও সুযোগ তৈরি হবে। এই শিল্পক্ষেত্রের জন্য ৩০০০-৩৫০০ কোটি টাকার বরাদ্দ প্রয়োজন বলে মনে করছেন তিনি। দেশীয় পর্যটন শিল্প (Domestic Tourism) দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রটিতেও সরকারের নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন তিনি। 


আরও পড়ুন:  বিপদে Paytm, আপনি ব্যবহার করেন? জানুন কীসে নিষেধাজ্ঞা