কীভাবে মধুর থাকবে স্বামী-স্ত্রীর সম্পর্ক? বলে দিচ্ছেন চাণক্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Nov 2020 02:54 PM (IST)
চাণক্য বলছেন, জীবনসঙ্গীর দুর্বলতা তৃতীয় ব্যক্তির কাছে প্রকাশ করবেন না।
NEXT
PREV
কলকাতা: আচার্য চাণক্য বলেছেন, সেই ব্যক্তিই জীবনে সর্বাপেক্ষা সুখী, যিনি তাঁর জীবনসাথীর সম্পূর্ণ ভালবাসা পেয়েছেন। তাঁর বক্তব্য, যিনি পারিবারিক ক্ষেত্রে সুখী, কোনও দুঃখ বা অশান্তি তাঁকে ছুঁতে পারে না, সাফল্য তাঁর হাতের মুঠোয়। উল্টোদিকে কেউ যতই ধনী বা প্রভাবশালী হন, দাম্পত্যজীবনে সুখী না হলে প্রতিভা অনুযায়ী ফল তিনি কখনওই পাবেন না। তাই জীবনে মাধুর্য ও প্রেম থাকা অত্যন্ত জরুরি।
তিনি বলছেন
জীবনসাথীকে সম্মান করুন
চাণক্য বলছেন, সহধর্মী বা সহধর্মিণীকে কখনও অন্যের থেকে দুর্বল ভাবা উচিত না। তিনি যেমনই হন, তাঁর মর্যাদা দিন, ভাবনা চিন্তার কদর করুন। এই বিশ্বে কেউই সম্পূর্ণ নয়, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ত্রুটি রয়েছে। এ নিয়ে অশান্তি করবেন না, বরং তা দূর করার চেষ্টা করুন। এতে সাফল্য পেলে আপনি জীবনসাথীর সম্পূর্ণ সমর্পণ ও ভালবাসা পাবেন।
তাঁর দুর্বলতা অন্যের সামনে আনবেন না
চাণক্য বলছেন, জীবনসঙ্গীর দুর্বলতা তৃতীয় ব্যক্তির কাছে প্রকাশ করবেন না। তা দূর করার চেষ্টা করা যায় কিনা দেখুন। একে অপরের শক্তি হিসেবে দাঁড়ান।
সব ব্যাপারে খোলাখুলি কথা বলুন
চাণক্য বলছেন, পরিষ্কার আলোচনা সব সমস্যা মিটিয়ে দেয়। সম্পর্কে ভাঙন তৈরি করে এই খোলাখুলি কথার অভাব। তাই দুজনে দুজনের কাছে স্বচ্ছ থাকুন, সব বিষয়ে বিশদে আলোচনা করুন। যদি তা করতে পারেন, তবে আপনাদের মধ্যে সম্পর্কে কখনও অবিশ্বাস আসবে না।
কলকাতা: আচার্য চাণক্য বলেছেন, সেই ব্যক্তিই জীবনে সর্বাপেক্ষা সুখী, যিনি তাঁর জীবনসাথীর সম্পূর্ণ ভালবাসা পেয়েছেন। তাঁর বক্তব্য, যিনি পারিবারিক ক্ষেত্রে সুখী, কোনও দুঃখ বা অশান্তি তাঁকে ছুঁতে পারে না, সাফল্য তাঁর হাতের মুঠোয়। উল্টোদিকে কেউ যতই ধনী বা প্রভাবশালী হন, দাম্পত্যজীবনে সুখী না হলে প্রতিভা অনুযায়ী ফল তিনি কখনওই পাবেন না। তাই জীবনে মাধুর্য ও প্রেম থাকা অত্যন্ত জরুরি।
তিনি বলছেন
জীবনসাথীকে সম্মান করুন
চাণক্য বলছেন, সহধর্মী বা সহধর্মিণীকে কখনও অন্যের থেকে দুর্বল ভাবা উচিত না। তিনি যেমনই হন, তাঁর মর্যাদা দিন, ভাবনা চিন্তার কদর করুন। এই বিশ্বে কেউই সম্পূর্ণ নয়, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ত্রুটি রয়েছে। এ নিয়ে অশান্তি করবেন না, বরং তা দূর করার চেষ্টা করুন। এতে সাফল্য পেলে আপনি জীবনসাথীর সম্পূর্ণ সমর্পণ ও ভালবাসা পাবেন।
তাঁর দুর্বলতা অন্যের সামনে আনবেন না
চাণক্য বলছেন, জীবনসঙ্গীর দুর্বলতা তৃতীয় ব্যক্তির কাছে প্রকাশ করবেন না। তা দূর করার চেষ্টা করা যায় কিনা দেখুন। একে অপরের শক্তি হিসেবে দাঁড়ান।
সব ব্যাপারে খোলাখুলি কথা বলুন
চাণক্য বলছেন, পরিষ্কার আলোচনা সব সমস্যা মিটিয়ে দেয়। সম্পর্কে ভাঙন তৈরি করে এই খোলাখুলি কথার অভাব। তাই দুজনে দুজনের কাছে স্বচ্ছ থাকুন, সব বিষয়ে বিশদে আলোচনা করুন। যদি তা করতে পারেন, তবে আপনাদের মধ্যে সম্পর্কে কখনও অবিশ্বাস আসবে না।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -