নয়াদিল্লি: ২০২১ সালের সিবিএসই বোর্ড পরীক্ষা (CBSE Board Exams 2021), জেইই মেইন ২০২১(JEE Mains 2021) , নিট ২০২১ (NEET 2021) নিয়ে পড়ুয়াদের মনে ক্রমবর্ধমান বিভ্রান্তি দূর করতে উদ্যোগ নিল কেন্দ্র।


শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক (Ramesh Pokhriyal) সম্প্রতি ট্যুইট করে জানিয়েছেন, আগামী ৩ ডিসেম্বর তিনি পড়ুয়াদেপর যাবতীয় অভিযোগ ও প্রশ্নের সরাসরি উত্তর দেবেন সোশ্যাল মিডিয়ায়।





এই মর্মে নিজেদের প্রশ্ন পাঠাতে পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের নিজ নিজ প্রশ্ন আগে থেকে পাঠিয়ে দিতে অনুরোধ করেছেন তিনি। এই প্রেক্ষিতে তিনি ট্যুইটারে #EducationMinisterGoesLive চালু করেছেন।


তিনি লিখেছেন, একটি প্রচার চালু করা হবে। আগামী বছর পরীক্ষা কেমনভাবে নেওয়া হবে, সেই প্রসঙ্গে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক ও শিক্ষকদের থেকে তাঁদের পরামর্শ ও মতামত চাওয়া হবে।





সম্প্রতি, মন্ত্রকের একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করেন শিক্ষামন্ত্রী। সেখানেই ট্যুইটার লাইভ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে বলে রাখা প্রয়োজন, এখনও পর্যন্ত আগামী বছরের জেইই মেইন বা নিট পরীক্ষা সিলেবাসে কোনও কাঁটছাঁট করা হয়নি।


Education Loan Information:

Calculate Education Loan EMI