এই স্বভাব থাকলে না ভাল প্রেমিক হতে পারবেন, না আদর্শ স্বামী, বলছে চাণক্য নীতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 May 2020 03:08 PM (IST)
বন্ধুদের সঙ্গে সম্পর্কে দূরত্ব আসে। প্রকৃত বন্ধু হয় না তাঁদের।
কলকাতা: মানুষের মধ্যে সদগুণ থাকলে তিনি সফল হবেনই। কিন্তু অসচ্চরিত্র হলে নিজে যেমন সমস্যায় পড়বেন, তেমনই ক্ষতি করবেন অন্যদের। বলেছেন আচার্য চাণক্য। গুণহীন ব্যক্তির কারও সঙ্গে মধুর সম্পর্ক হয় না। তাই সময় থাকতে থাকতে নিজেকে শুধরে ফেলুন, না হলে ব্যক্তিগত জীবনও ছারখার হয়ে যেতে পারে। অহঙ্কার এমনই এক স্বভাবদোষ। যাঁর মধ্যে অহঙ্কার দেখা গিয়েছে, তিনি নিজের ক্ষতি করতে পারেন। সমাজে সম্মান থাকে না তাঁর। ঘনিষ্ঠরাও এমন মানুষের সংসর্গ ত্যাগ করেন। এমনকী স্ত্রী-সন্তানও তাঁকে পছন্দ করেন না। অহঙ্কারী ব্যক্তি কখনও প্রকৃত প্রেমিক হতে পারেন না। অহঙ্কার গ্রাস করে ফেলে তাঁকে। যখন তিনি তা বুঝতে পারেন, তখন শুধরে যাওয়ার উপায় থাকে না। অহঙ্কারী কোনও সম্পর্কই ঠিকমত পালন করতে পারেন না। এমনকী আদর্শ জীবনসঙ্গীও হতে পারেন না তিনি। তাঁর বৈবাহিক জীবন থাকে অশান্তি ও অবিশ্বাসে ভরা। বন্ধুদের সঙ্গে সম্পর্কে দূরত্ব আসে। প্রকৃত বন্ধু হয় না তাঁদের। যদি তিনি উঁচু পদে থাকেন, তবে মানুষ ভয়েই হোক বা অন্য কারণে, তাঁর সঙ্গে সম্পর্ক রাখতে বাধ্য হয়। তবে বন্ধু হিসেবে কখনওই দেখে না। যখন সেই উঁচু পদের সময়সীমা শেষ হয়ে যায়, তখন ওই ব্যক্তি দেখেন, তিনি একেবারে একা। অহঙ্কারীর শত্রু সংখ্যা বাড়তে থাকে। এঁদের বন্ধু কম, শত্রু অনেক বেশি। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে শরীরে যেমন অসুখ বিসুখের প্রাবল্য বাড়ে, তেমনই শক্তি কমার সঙ্গে সঙ্গে অহঙ্কারীর শত্রুরা মাথা তুলতে থাকে, ক্ষতি করার চেষ্টা করে তাঁর।