নয়াদিল্লি: বদলে যাচ্ছে চণ্ডীগড় বিমানবন্দরের (Chandigarh Airport )নাম, 'মন কি বাত'-এ ঘোষণা প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদীর (narendra modi)। শহিদ ভগৎ সিংহের (Bhagat Singh) নামে নামকরণ হবে চণ্ডীগড় বিমানবন্দরের, রেডিও বার্তায় জানালেন তিনি। রাজনৈতিক মহলের দাবি, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীর নামে বিমানবন্দরের নামকরণ করে আসলে 'আম আদমি পার্টি'-কে জবাবি 'গোল' দিতে চাইল বিজেপি।


কী বললেন প্রধানমন্ত্রী?
'মহান স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানাতে চণ্ডীগড় বিমানবন্দরের নাম বদলের সিদ্ধান্ত হয়েছে। শহিদ ভগৎ সিংহের নামে বিমানবন্দরের নামকরণ হবে বলে ঠিক করা হয়েছে।' মন কি বাত-এ ঘোষণাটি হতেই ট্যুইট করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। লেখেন, 'পুরো পঞ্জাবের তরফে এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। পঞ্জাবীদের বহু পুরনো এই দাবি পূরণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অশেষ ধন্যবাদ।' 


প্রেক্ষাপট...
ক্ষমতায় আসার পর শহিদ ভগৎ সিংয়ের আদি গ্রাম খটকর কালান-এই শপথগ্রহণ করেছিলেন ভগবন্ত মান। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানাতে সরকারের যাত্রা শুরুর দিনটিকেই বেছে নেন তিনি। অনুষ্ঠানস্থল বাসন্তী রঙে ছেয়ে গিয়েছিল সে দিন। উল্লেখ্য, ভগৎ সিং নিজেও বাসন্তী রঙের পাগরি ব্যবহার করতেন যা কিনা পরবর্তীকালে বিপ্লবের সমার্থক হয়ে দাঁড়ায়। এতেই শেষ নয়। ক্ষমতায় আসার কদিন পরই ভগবন্ত মান ঘোষণা করেন, ২৩ মার্চ অর্থাৎ যে দিন ভগৎ সিংয়ের ফাঁসি হয়েছিল সেই দিনটি প্রত্যেক বছর ছুটি থাকবে। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে জড়িত ভাবাবেগকে সম্মান জানিয়ে উত্তর ভারতের ভগৎ সিংহ অনুরাগীদের কাছে টানতে রীতিমতো ভেবেচিন্তে এই কৌশল করেছিল আপ, ব্য়াখ্যা রাজনৈতিক মহলের একাংশের। তবে বিমানবন্দরের নামকরণ নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানি আগেও হয়েছে। ২০১৬ সালে বিজেপির দখলে থাকা হরিয়ানা বিধানসভা শহিদ ভগৎ সিংহের নামে নামকরণের জন্য প্রস্তাব পাশ হয়। সে সময় হরিয়ানা সরকারের ওই সিদ্ধান্তকে কংগ্রেস নেতৃত্বাধীন পঞ্জাব সরকারের বিরুদ্ধে 'ক্ষমতার চাল' হিসেবে দেখেছিলেন অনেকে। ঠিক তার পরের বছর, ২০১৭ সালেই রাজ্যসভায় উল্টো সুর শোনা যায়। বিতর্ক তৈরি হয়, পঞ্জাব সরকার চণ্ডীগড় বিমানবন্দরের নাম শহিদ ভগৎ সিংয়ের নামে রাখতে রাজি হলেও হরিয়ানার মুখ্যমন্ত্রী না করে দিয়েছেন। কংগ্রেস বলতে শুরু করে, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মঙ্গল সেইন-র নামে নতুন নামকরণ করতে চাইছে সে রাজ্যের সরকার।


প্রধানমন্ত্রীর এদিনের ঘোষণা সেই সমস্ত বিতর্কে কি জল ঢেলে দিতে পারবে?

আরও পড়ুন:গার্ডেনরিচকাণ্ডের জের, ক্লোজ করা হল পার্ক স্ট্রিট থানার এসআই পৃথিবেশ মিস্ত্রিকে