কলকাতা: রেলমন্ত্রীর জন্মদিনের দিলেই বেলাইন চন্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস। বৃহস্পতিবার দুপুরের এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। একাধিক রেলযাত্রী জখম হয়েছেন। এই ঘটনায় এবার ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল রেল মন্ত্রক। 


কাদের কত ক্ষতিপূরণ?
রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় যারা মারা গিয়েছেন- তাঁদের ক্ষেত্রে নিহতের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। যাঁরা গুরুতর জখম হয়েছেন তাঁদেরকে আড়াই লক্ষ টাকা করে দেওয়া হবে। যাঁরা অল্প আহত হয়েছেন, তাঁদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। 


তদন্ত শুরু:
রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে CRS তদন্ত একটি চলবে। তার সঙ্গেই উচ্চপর্যায়ের তদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


 






কেন্দ্রীয় মন্ত্রী কীর্তি বরদান জানিয়েছেন, এই দুর্ঘটনায় যাঁরা জখম হয়েছেন, তাঁদের মানকপুর স্বাস্থ্যকেন্দ্র এবং গোন্দার হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি যাত্রীদের নিরাপদ জায়গায় সরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে মানকাপুর রেল স্টেশনে পৌঁছনোর জন্য় বাসের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। গোরক্ষপুর থেকে একটি স্পেশাল ট্রেনের ব্য়বস্থা করা হয়েছে। ওই ট্রেনের মাধ্যমেই যাত্রীদের তাঁদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। 


রেল দুর্ঘটনায় আশঙ্কাজনক ২ থেকে ৩ জন যাত্রীকে গোন্ডা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, জানালেন পিএইচসি মানকাপুরে ডা. সত্য নারায়ণ। গোন্দার জেলাশাসক জানিয়েছেন, ২ জন মারা গিয়েছেন এই দুর্ঘটনায়। এখনও পর্যন্ত ২০ জন জখম হওয়ার খবর মিলেছে।


 






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: সুড়ঙ্গপথে পালিয়েও হল না শেষরক্ষা! মোবাইল ধরিয়ে দিল কুলতলি কাণ্ডের সাদ্দামকে