বেঙ্গালুরু ও হিউস্টন: চাঁদের দক্ষিণ মেরুর যে জায়গায় ‘হার্ড ল্যান্ডিং’ করেছে চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রম, সেখানকার ছবি পর্যালোচনা ও খতিয়ে দেখছে নাসা।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, যেখানে বিক্রম চাঁদের মাটি ছুঁয়েছে, নিজস্ব লুনার অর্বিটার দিয়ে সেই জায়গার ছবি তুলে তা বিশ্লেষণ করা হচ্ছে। নাসার তরফে জানানো হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর প্রদক্ষিণ করতে করতে ওই এলাকার বেশ কিছু ছবি তুলেছে লুনার রিকনেসঁস অর্বিটার(এলআরও)। এলআরও-র দায়িত্বপ্রাপ্ত উপ-প্রধান বিজ্ঞানী জন কেলার নাসার এই দাবিকে স্বীকার করেন। তিনি জানান, ল্যান্ডিং সাইটের বেশ কিছু ছবি তুলেছে এলআরও।
জানা গিয়েছে, যে সময় এলআরও ওই জায়গা দিয়ে প্রদক্ষিণ করেছে, তখন গোধূলি সময় ছিল। ফলত, অনেক অংশ আঁধারে ঢাকা ছিল। কেলার জানান, এখন এই ছবিগুলি খতিয়ে দেখা হচ্ছে। আগের ছবির সঙ্গে তফাত বিশ্লেষণ করা হচ্ছে।
প্রসঙ্গত, ৭ সেপ্টেম্বর ভোররাতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) চাঁদের মাটিতে ‘সফট ল্যান্ডিং’ করার পরিকল্পনা ধাক্কা খায়, যখন চন্দ্রযান ২-এর বিক্রম ল্যান্ডার অসফল হয়। অবতরণের সময় চন্দ্রপৃষ্ঠের ২.১ কিলোমিটার আগেই বিক্রমের সঙ্গে ইসরোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
চন্দ্রযান ২: ‘বিক্রম’-এর খোঁজে নিজস্ব অর্বিটারের পাঠানো ছবি বিশ্লেষণ করছে নাসা
Web Desk, ABP Ananda
Updated at:
19 Sep 2019 05:11 PM (IST)
গত ১৭ সেপ্টেম্বর প্রদক্ষিণ করতে করতে ওই এলাকার বেশ কিছু ছবি তুলেছে লুনার রিকনেসঁস অর্বিটার(এলআরও)।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -