মুম্বই: অ্যারে কলোনি অঞ্চলে মেট্রো রেলের কারশেড তৈরির জন্য আড়াই হাজারেরও বেশি গাছ কাটার সমর্থনে ট্যুইট করায় অমিতাভ বচ্চনের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ বাসিন্দারা। পরিবেশ আন্দোলনকারীরাও সোশ্যাল মিডিয়ায় অমিতাভের বিরুদ্ধে সরব। জন আব্রাহাম সহ কয়েকজন তারকাও গাছ কাটার বিরোধিতা করেছেন। যদিও অক্ষয় কুমার মেট্রো প্রকল্পকে সমর্থন করেছেন।



গত ২৯ অগাস্ট বৃহন্মুম্বই পুরসভা অ্যারেতে মেট্রো ৩ লাইনের প্রস্তাবিত কারশেডের জন্য ২,৬০০ গাছ কাটার বিষয়ে অনুমোদন দেয়। এরপর থেকেই শুরু হয়েছে প্রতিবাদ। সাধারণ মানুষের পাশাপাশি অনেক তারকাই গাছ কাটার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব। তবে অমিতাভের দাবি, দূষণ ঠেকানোর উপায় হল গাছ লাগানো। তিনি নিজের বাগানে গাছ লাগান বলে জানিয়ে অন্যদেরও গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন। পরিবেশ আন্দোলনকারী জোরু ভাঠেনা পাল্টা কটাক্ষ করেছেন অমিতাভকে।