নয়াদিল্লি: মহাকাশ-উৎসাহী শন্মুগ সুব্রহ্মণ্যম, যিনি গত বছর ভারতের চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রম-এর ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিলেন, ফের একটি চমকপ্রদ সুলুক-সন্ধান করেছেন। তাঁর দাবি, চাঁদের মাটিতে অক্ষত অবস্থায় রয়েছে রোভার প্রজ্ঞান। এমনকী, তা বিক্রমের পেট থেকে বেরিয়ে কিছুটা এগিয়েও যায়।





শনিবার, একাধিক ট্যুইটের মাধ্যমে শন্মুগ তাঁর বক্তব্য পেশ করেন। সম্প্রতি, নাসার লুনার রিকনেসঁস অরবাইটাল (এলআরও)-র নেওয়া ছবি পোস্ট করে, শন্মুগ দাবি করেন, রোভারটি অক্ষত রয়েছে। এমনকী তা মূল ল্যান্ডারের থেকে বেরিয়ে কয়েক মিটার এগিয়েছে। তাঁর আরও দাবি, হতে পারে বিক্রমকে তথ্য় সরবরাহ করেছে প্রজ্ঞান। কিন্তু, বিক্রম তা পৃথিবীতে পাঠাতে (রিলে) করতে পারেনি।





প্রসঙ্গত, গত ৬ সেপ্টেম্বর, চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করার পথে ইসরোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রমের। তারপর থেকে আর যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। বিক্রমের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার জন্য শন্মুগকে কৃতিত্ব দিয়েছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-ও। ফলে, চেন্নাইয়ের এই ৩৩ বছর বয়সী ইঞ্জিনিয়ারের কথাকে গুরুত্ব দিচ্ছে ইসরো-ও।





নিজের এই তথ্যানুসন্ধান ইসরোকে ই-মেল মারফৎ পাঠিয়েছেন শন্মুগ। সেই কথাও তিনি ট্যুইটারে পোস্ট করেছেন। প্রসঙ্গত, ১০০০ কোটি টাকার চন্দ্রযান ২ অভিযানে ইতিহাস রচনা করার খুব কাছাকাছি চলে গিয়েছিল ইসরো। যদি সফট ল্যান্ডিং হত, তাহলে বিশ্বে এই কীর্তি অর্জন করতে সক্ষম হওয়া চতুর্থ দেশ হত ভারত। পাশাপাশি, প্রথম অভিযানেই চাঁদের দক্ষিণ মেরুতে সফল সফট ল্যান্ডিং করতে পারা বিশ্বের প্রথম দেশের তকমাও জুটত ভারতের।