মুম্বই: তাঁর পিটিশনের ভিত্তিতেই আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডের তদন্ত নয়া মোড় নিয়েছিল। তারপর লোঢা কমিশনের সুপারিশে বদলে গিয়েছে বোর্ডের গঠনতন্ত্রের খোলনলচেই। সেই আদিত্য বর্মা এবার বোর্ডের কাছে আবেদন জানালেন, সংযুক্ত আরব আমিরশাহিতে নয়, আইপিএল আয়োজন করা হোক ভারতেই।

কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পেলেই ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল করতে চায় বোর্ড। তবে আদিত্য বলেছেন, ‘সংযুক্ত আরব আমিরশাহিতে দুবাই রাগবি সেভেন্স একটা বিরাট প্রতিযোগিতা যেটা নভেম্বরে আয়োজিত হওয়ার কথা ছিল। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সেই টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হয়েছে। তারপর সেই দেশে আইপিএল হবে কী করে! আমি দাদাকে (সৌরভ গঙ্গোপাধ্যায়) চিঠি লিখে ভারতেই আইপিএল আয়োজনের আবেদন জানিয়েছি।’

কিন্তু ভারতে সংক্রমণের হার যেভাবে বাড়ছে, তাতে আইপিএল আয়োজন কি আদৌ সম্ভব? আদিত্য আশাবাদী। তাঁর যুক্তি, ‘সংযুক্ত আরব আমিরশাহিতে তিনটি আলাদা শহরে আয়োজনের চেয়ে শুধু মুম্বইয়ে বায়ো-বাবল (করোনা পরিস্থিতিতে বিশেষ সুরক্ষা ব্যবস্থা) তৈরি করে টুর্নামেন্ট করা অপেক্ষাকৃত ভাল বিকল্প। পাশাপাশি করোনা আবহে মুষড়ে পড়া ভারতীয়রা নিজেদের দেশে টুর্নামেন্ট দেখতে পেলে মানসিকভাবেও চাঙ্গা হয়ে উঠবেন।’