নয়াদিল্লি : চাঁদে (Moon) নামার পথে আরও এক গুরুত্বপূর্ণ ধাপ এগোল ভারত। চাঁদের পৃষ্ঠে নামার পথে অবতরণের সময় গতি কমানোর পর সফলভাবে প্রথম পাক সম্পূর্ণ করে ফেলল ল্যান্ডার মডিউল (Lander Module)। ইসরোর (ISRO) পক্ষ থেকে জানানো হয়েছে, চন্দ্রযান ৩-এর ল্যান্ডার মডিউলের প্রথম ডি-অর্বিট ম্যানুভার সফলভাবে সম্পন্ন হয়েছে। আপাতত চাঁদের দেশে ভারতের পৌঁছনো আর কয়েক ঘণ্টার অপেক্ষা।
ল্যান্ডার মডিউলের (LM) 'হেলথ' স্বাভাবিক রয়েছে ও এই মুহূর্তে ১১৩ কিলোমিটার x ১৫৭ কিলোমিটার। ইসরো সূত্রে খবর, আর মাত্র ৫ দিন। আগামী ২৩ তারিখ চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান। এখনও পর্যন্ত সবকিছুই ঠিকঠাক রয়েছে। শুক্রবার ভারতীয় সময়ে বিকেল ৪টেয় হয় মহাকাশযানের সফল ডিবুস্টিং। রকেটকে ওপরে তোলার জন্য যে শক্তি দরকার, তাকে বলে বুস্টিং। ডিবুস্টিং হল তার উল্টো। অর্থাৎ অবতরণের সময় গতিবেগ কমানো।
বিজ্ঞানীরা (Scientist) জানিয়েছেন, ৪ টি বড় রকেটের ৮০০ নিউটন শক্তি দিয়ে ডিবুস্টিং করা হয়। এদিন থেকে ১৫৭ বাই ১১৩ কক্ষপথে চাঁদকে প্রদক্ষিণ করছে চন্দ্রযান। অর্থাৎ, চাঁদ থেকে তার সর্বনিম্ন দূরত্ব হবে ১১৩ কিলোমিটার, এবং সর্বোচ্চ দূরত্ব ১৫৭ কিলোমিটার। ওপর থেকে নামার সময় শুধু নয়, চন্দ্রযানের সমান্তরাল গতিবেগও নিয়ন্ত্রণ করতে হবে। কারণ, যে জায়গায় মহাকাশযানটি চাঁদের মাটি ছোঁবে, প্রতি মুহূর্তে সেই জায়গা অবস্থান পরিবর্তন করছে। এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাটিটিউড কন্ট্রোল। ৮ টি থ্রাস্টার রকেট দিয়ে হবে এই নিয়ন্ত্রণ।
গত ১৪ জুলাই, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণ হয় চন্দ্রযান-৩-এর। ৪১ দিনের মাথায় ইতিহাস রচনা করতে চলেছে ভারত (India)। আপাতত অপেক্ষা আর কয়েক ঘণ্টার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন