নয়াদিল্লি : নিকষ কালো অন্ধকারে আপাতত স্তব্ধ হল ঐতিহাসিক অভিযান। চাঁদের মাটিতে বিক্রম ল্যান্ডার (Lander Vikram) ও রোভার প্রজ্ঞান (Rover Praggyan) চিরঘুমে ডুবল। চাঁদে সূর্য ডোবার পরে ফের যখন আলোর দেখা পাওয়া যাবে, সেই সময় ইসরোর (ISRO) তরফে ফের সক্রিয় করা হবে বিক্রম ও প্রজ্ঞানকে, এমন প্রত্যাশা এমনিতচেই ছিল বেশ কম। তবুও বিশ্বের প্রথম দেশ হিসেবে ঐতিহাসিক চন্দ্রাভিযানে সেখানকার দক্ষিণ মেরুতে সফল অবতরণের অসাধ্যসাধনের আত্মবিশ্বাসে ভর করে হাল ছাড়েননি ভারতীয় বিজ্ঞানীরা। ক্রমাগত তাঁরা চালিয়ে গিয়েছেন চেষ্টা, যাতে সাড়া মেলে বিক্রম-প্রজ্ঞানের। কিন্তু তেমনটা আর হল না।


চাঁদের দেশে একবার অন্ধকার হয়ে আলো ওঠার পরে সেই মেয়াদও শেষ হয়েছে। চাঁদের মাটিতে বিক্রম নামার পরে দ্বিতীয়বার সেখানে অন্ধকার ঘনিয়ে আসায় আর চিরঘুম কাটিয়ে ওঠার কোনও সম্ভাবনা বিক্রম-প্রজ্ঞানের নেই বলেই দাবি বিজ্ঞানীদের। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাসট্রোফিজিক্সের অধ্যাপক আর সি কপূর জানিয়েছেন, ৪ সেপ্টেম্বর চাঁদের মাটিতে অস্ত গিয়েছিল সূর্য। দক্ষিণ মেরুতে মাঝে সূর্য ওঠা ও ফের ডোবার পালা কেটে গিয়েছে। ১৫ দিন করে যে পর্ব চলে। অর্থাৎ ৪ অক্টোবর ফের একবার অন্ধকারে ডুবেছে চাঁদ। তাই বিক্রম ও প্রজ্ঞান চিরঘুমে ডুব দিল বলা যায়। কারণ, চাঁদের রাত চলাকালীন প্রায় -২০০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকে। সেই তীব্র প্রতিকূল আবহাওয়া কাটিয়ে ফের সক্রিয় হয়ে ওঠার কাজটা এমনিতেই ছিল কার্যত অসম্ভব। তাও চলেছিল চেষ্টা। যদিও শেষমেশ হতে হল ব্যর্থ। থামল ভারতের চাঁদ অভিযান।


গত ২৩ অগাস্ট সন্ধে নাগাদ ইতিহাসের পাতায় নাম তোলে ভারত। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটি ছোঁয় এদেশের চন্দ্রযান ৩। আর বিশ্বের প্রথম দেশ হিসেবে বিক্রম নামে সঙ্কুলময় দক্ষিণ মেরুতে। যারপর বিক্রমের পেট থেকে বেরিয়ে থেকে টানা সপ্তাহ ২ ধরে চাঁদের মাটি থেকে একাধিক তথ্য ইসরোকে পাঠিয়েছে রোভার প্রজ্ঞান। ইসরোর এই সাফল্যকে কুর্নিশ জানায় বিশ্বের তাবড় মহাকাশ গবেষণা সংস্থা। তার পর থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত চাঁদের মাটিতে কাজ করে গিয়েছে  বিক্রম এবং প্রজ্ঞান। ২ সেপ্টেম্বর 'রোভার' এবং ৪ সেপ্টেম্বর 'ল্যান্ডার'-কে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। সেই ঘুম আর ভাঙল না। নিকষ অন্ধকারে চিরঘুমে ডুব দিতে হলেও ইসরো ও ভারতের মহাকাশ গবেষণায় উজ্জ্বল এক ফলক হিসেবে রয়ে গেল ভারতের চন্দ্রযান ৩ অভিযান।


 






আরও পড়ুন- পুজোর মুখে সুখবর শোনাল কলকাতা মেট্রো, ভোররাত পর্যন্ত চালু থাকবে পরিষেবা, কবে কতক্ষণ ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial