হায়দরাবাদ: বিশ্বকাপে (World Cup 2023) নিজেদের প্রথম ম্য়াচে জয় ছিনিয়ে নিল পাকিস্তান (Pakistan)। প্রতিপক্ষ ছিল খাতায় কলমে দুর্বল নেদারল্যান্ডস (Netherlands)। তবে বাবর বাহিনীকে বেশ কঠিন লড়াইয়ের মধ্যে ফেলেছিল ডাচ বাহিনী। ২৮৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ২০৫ রানে অল আউট হয়ে গেল নেদাল্যান্ডস। 


বোলাররা তাদের কাজ করে দিয়েছিলেন তিনশোর ভেতরেই থামিয়ে দিয়েছিলেন পাক ব্যাটিং লাইন আপকে। ব্যাট করতে নেমেছিলেন নেদারল্য়ান্ডসের ২ ওপেনার বিক্রমজিৎ ও ম্যাক্স ওড। হাসান আলি প্রথম আঘাত হানেন ডাচ শিবিরে। বিশ্বকাপে প্রত্যাবর্তন হয়েছে হাসানের। আর এদিন প্রথম উইকেটও তুলে নিলেন তিনিই। দলীয় ২৫ রানের মাথায় ব্যক্তিগত ৫ রান করে প্য়াভিলিয়নে ফিরলেন ম্য়াক্স। এরপর বিক্রমজিৎ ও কলিন অ্য়াকারম্যান মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়া শুরু করেন। অ্যাকারম্যান ১৭ রান করে ফিরে যান ইফতিকার আহমেদের বলে বোল্ড হয়ে। এরপর বাস ডি লিডের সঙ্গে জুটি বাঁধেন বিক্রমজিৎ। নিজে অর্ধশতরান পূরণ করার পর অবশ্য বেশিক্ষণ ক্রিজে টিঁকতে পারেননি তিনি। চারটি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ৫২ রান করেন তিনি। ডি লিড ৬৮ রানের ইনিংস খেলে আউট হন। তবে লোয়ার অর্ডারে আর কেউ সেভাবে বড় রান পাননি। শেষ পর্যন্ত ৪১ ওভারেই অল আউট হয়ে যায় নেদারল্যান্ডস। পাক বোলারদের মধ্যে ৩ উইকেট নেন হ্যারিস রউফ। ২ উইকেট নেন হাসান আলি। ১টি করে উইকেট নেন শাহিন আফ্রিদি, ইফতিকার আহমেদ, মহম্মদ নওয়াজ ও শাদাব খান। 


এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। পাকিস্তানের হয়ে ওপেনে নামেন ইমাম উল হক ও ফাখর জামান। দুজনের কেউই ফর্মে ছিলেন না বিশ্বকাপের আগে। টুর্নামেন্টে প্রথম ম্যাচেও রান পেলেন না দুজনের কেউই। মাত্র ৫ রান করে ফিরলেন বাবর আজমও। তবে মহম্মদ রিজওয়ান ও সউদ শকিল মিলে দলের স্কোর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। দুজনে মিলে পার্টনারশিপ গড়ে তোলেন। দু জনেই ব্যক্তিগত ৬৮ রানের ইনিংস খেলেন। নিজে মহম্মদ নওয়াজ ৩৯ ও শাদাব খান ৩২ রান করেছেন। শেষ পর্যন্ত ৪৯ ওভারে ২৮৬ রানেই আটকে যায় পাকিস্তানের ইনিংস। 


নেদারল্যান্ডসের বোলাররা এদিন দুর্দান্ত বোলিং করেন। পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে পুরো ওভার খেলতেই দিলেন না তাঁরা। ২টো উইকেট নেন অক্যাকরম্যান। একটি করে উইকেট নেন অর্যান দত্ত, ভ্যান বিক ও ভান মিকেরেন।