ফ্রি স্পিচের ওপর ক্লাস নিতে গিয়ে স্যামুয়েল তাঁর ছাত্রছাত্রীদের শার্লি হেবদোর মহম্মদের কার্টুন দেখিয়েছিলেন। এরপর চেচনিয়া থেকে আসা বছর আঠেরোর এক মুসলিম ছাত্র প্রকাশ্য দিবালোকে রাস্তার ওপর তাঁর মাথা কেটে ফেলে খুন করে। এর প্রতিবাদে ফুঁসে উঠেছেন ফ্রান্সের মানুষ। শার্লি হেবদোর কার্টুন দেখানো হচ্ছে অসংখ্য বহুতলে। তাঁরা জানাচ্ছেন, মতপ্রকাশ ও বিবেকের স্বাধীনতাকে এভাবেই সর্বসমক্ষে উদযাপন করছেন তাঁরা। বলেছেন, যারা গণতন্ত্রের শত্রু, যারা ধর্মকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করে, তাদের সামনে কোনওমতেই দুর্বল হওয়া চলবে না।
ভিডিওতে খ্রিষ্ট ধর্ম, ইসলাম ও ইহুদি ধর্ম নিয়ে হাসিঠাট্টা করা হয়েছে। রয়েছে অকালমৃত স্যামুয়েলের ছবিও।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ স্থানীয় সময় বুধবার সন্ধেয় মৃত শিক্ষকের প্রতি শ্রদ্ধানিবেদন করেন। এরপর তাঁর স্মৃতিতে হয় মৌন মিছিল। স্যামুয়েলের এক প্রাক্তন ছাত্রের বাবা তাঁর বিরুদ্ধে অনলাইন হেট ক্যাম্পেন শুরু করে। ১৪-১৫ বছরের দুই কিশোর এই গ্রুপের সদস্য ছিল, তারা ওই শিক্ষকের পরিচয় প্রকাশ করে দিতে টাকা দেয়, যাতে তাঁকে খুন করা হয়। এদের বিরুদ্ধেও খুনের অভিযোগ আনা হয়েছে।