প্রথম মহিলা হিসেবে কাশ্মীরের জঙ্গি উপদ্রূত এলাকায় সিআরপিএফের দায়িত্ব নিলেন আইজি চারু সিনহা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Sep 2020 02:04 PM (IST)
এর আগেও এমন কঠিন কাজের দায়িত্ব সামলেছেন চারু, নক্সাল অধ্যুষিত বিহার সেক্টরে সিআরপির আইজি ছিলেন তিনি।
NEXT
PREV
শ্রীনগর: এই প্রথম কাশ্মীর উপত্যকার জঙ্গি অধ্যুষিত এলাকার দায়িত্ব দেওয়া হল কোনও মহিলা অফিসারকে। সিআরপিএফের ইনস্পেক্টর জেনারেল হিসেবে এই দায়িত্ব পেলেন ১৯৯৬ ব্যাচের তেলঙ্গানা ক্যাডারের আইপিএস চারু সিনহা। এবার তিনি শ্রীনগর সেক্টরে নিজের দায়িত্ব বুঝে নেবেন।
এর আগেও এমন কঠিন কাজের দায়িত্ব সামলেছেন চারু, নক্সাল অধ্যুষিত বিহার সেক্টরে সিআরপির আইজি ছিলেন তিনি। তাঁর নেতৃত্বে একাধিক নক্সাল বিরোধী অপারেশন হয়। তারপর তাঁকে বদলি করে দেওয়া হয় জম্মুতে, সেখানেও তিনি সফলভাবে কাজ করেছেন। সোমবার যে নতুন অর্ডার এসেছে, তাতে তাঁকে সিআরপির আইজি হিসেবে শ্রীনগর সেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। ২০০৫ সালে এই সেক্টরের দায়িত্ব সামলান সিআরপির বর্তমান ডিরেক্টর জেনারেল এপি মাহেশ্বরী।
এই সেক্টরে আইজি পর্যায়ে এর আগে কোনও মহিলা অফিসার নিযুক্ত হননি। এখানে নিয়মিত জঙ্গি বিরোধী অপারেশন হয়, সেনা ও কাশ্মীর পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে জঙ্গিদের ঘাঁটি আক্রমণ করে আধা সেনা। সিআরপিএফ জানিয়েছে, শ্রীনগর সেক্টর হল শ্রীনগরের ব্রেইন নিশাত এলাকায়। জম্মু কাশ্মীরের বুদগাম, গান্ডেরবাল, শ্রীনগরের মত তিনটি জেলা এবং লাদাখ কেন্দ্র শাসিত এলাকা দেখভালের দায়িত্ব রয়েছে এই সেক্টরের ওপর।এই সেক্টর সংক্রান্ত সিআরপিএফের যাবতীয় অপারেশনের দায়িত্ব থাকবে চারু সিনহার ওপর।
পাশাপাশি আরও ৬ জন আইপিএস অফিসার এবং ৪ জন সিনিয়র ক্যাডার অফিসারকে সিআরপিএফে নিয়ে আসা হয়েছে। চারু সিনহার জায়গায় জম্মু সেক্টরের দায়িত্ব পেলেন আইপিএস অফিসার পিএস রানপাইস।
শ্রীনগর: এই প্রথম কাশ্মীর উপত্যকার জঙ্গি অধ্যুষিত এলাকার দায়িত্ব দেওয়া হল কোনও মহিলা অফিসারকে। সিআরপিএফের ইনস্পেক্টর জেনারেল হিসেবে এই দায়িত্ব পেলেন ১৯৯৬ ব্যাচের তেলঙ্গানা ক্যাডারের আইপিএস চারু সিনহা। এবার তিনি শ্রীনগর সেক্টরে নিজের দায়িত্ব বুঝে নেবেন।
এর আগেও এমন কঠিন কাজের দায়িত্ব সামলেছেন চারু, নক্সাল অধ্যুষিত বিহার সেক্টরে সিআরপির আইজি ছিলেন তিনি। তাঁর নেতৃত্বে একাধিক নক্সাল বিরোধী অপারেশন হয়। তারপর তাঁকে বদলি করে দেওয়া হয় জম্মুতে, সেখানেও তিনি সফলভাবে কাজ করেছেন। সোমবার যে নতুন অর্ডার এসেছে, তাতে তাঁকে সিআরপির আইজি হিসেবে শ্রীনগর সেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। ২০০৫ সালে এই সেক্টরের দায়িত্ব সামলান সিআরপির বর্তমান ডিরেক্টর জেনারেল এপি মাহেশ্বরী।
এই সেক্টরে আইজি পর্যায়ে এর আগে কোনও মহিলা অফিসার নিযুক্ত হননি। এখানে নিয়মিত জঙ্গি বিরোধী অপারেশন হয়, সেনা ও কাশ্মীর পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে জঙ্গিদের ঘাঁটি আক্রমণ করে আধা সেনা। সিআরপিএফ জানিয়েছে, শ্রীনগর সেক্টর হল শ্রীনগরের ব্রেইন নিশাত এলাকায়। জম্মু কাশ্মীরের বুদগাম, গান্ডেরবাল, শ্রীনগরের মত তিনটি জেলা এবং লাদাখ কেন্দ্র শাসিত এলাকা দেখভালের দায়িত্ব রয়েছে এই সেক্টরের ওপর।এই সেক্টর সংক্রান্ত সিআরপিএফের যাবতীয় অপারেশনের দায়িত্ব থাকবে চারু সিনহার ওপর।
পাশাপাশি আরও ৬ জন আইপিএস অফিসার এবং ৪ জন সিনিয়র ক্যাডার অফিসারকে সিআরপিএফে নিয়ে আসা হয়েছে। চারু সিনহার জায়গায় জম্মু সেক্টরের দায়িত্ব পেলেন আইপিএস অফিসার পিএস রানপাইস।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -