কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রবীন্দ্র সরোবর। গেটে ঝুলছে তালা। এছাড়াও, বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে ঘিরে দেওয়া হয়েছে গেটগুলি। বিভিন্ন গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছেন অ্যাসিন্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা। সরোবরে প্রাতর্ভ্রমণকারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তাঁরা প্রশাসনিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
সুভাষ সরোবরের আশপাশের রাস্তাগুলিতে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। গাড়ি অথবা লোকজনের প্রবেশ নিষিদ্ধ। মোতায়েন করা হয়েছে পুলিশ।
তবে হাওড়ার শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে সকাল থেকে শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। গতকাল থেকে চলছে ঘাট পরিষ্কার। ঘাটে লাগানো হয়েছে মাইক। ছট পালন উপলক্ষ্যে দুপুরের পর থেকে ঘাটে নিরাপত্তা জোরদার করা হবে। এর পাশাপাশি, করোনা আবহে এবার ঘরে বসেই ছট পালনের আবেদন জানিয়েছে জেলা প্রশাসন।