রাইপুর : ছেলে মুখ্যমন্ত্রী। তাও রেহাই পেলেন না বাবা। বাবাকে গ্রেফতার করালেন ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রী। ব্রাহ্মণদের বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগে গ্রেফতার করা হল নন্দ কুমার বাঘেললকে। গ্রেফতারের পর ২১ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ হয়েছে তাঁর।


ভোটারদের সচেতন করা একটি গোষ্ঠী ও ওবিসি অধিকার সম্পর্কিত লড়াইয়ের অন্যতম নেতা নন্দকুমার বাঘেল সম্প্রতি উত্তরপ্রদেশ গিয়েছিলেন। সেখানে তিনি ব্রাহ্মণদের "বয়কট" করার ডাক দেন। ব্রাহ্মণদের "বিদেশি" বলেন, এমনকী তাঁদের যাতে গ্রামে ঢুকতে না দেওয়া হয় তার জন্য গ্রামবাসীকে আহ্বানও জানান। তিনি বলেন, গঙ্গা নদী থেকে ভল্গায় পাঠিয়ে দেওয়া হবে ব্রাহ্মণদের। ওরা বিদেশি। ওরা আমাদের অস্পৃশ্য ভাবেন। আমাদের সমস্ত অধিকার কেড়ে নিচ্ছেন। তাই গ্রামবাসীর কাছে আমার আবেদন, আপনারা ব্রাহ্মণদের গ্রামে ঢুকতে দেবেন না। উল্লেখ্য, উচ্চজাত-বিরোধী মতামত সম্পর্কিত তাঁর লেখা বই ২০০০ সালে নিষিদ্ধ ঘোষণা হয়েছিল। কংগ্রেস সরকার তা নিষিদ্ধ বলে ঘোষণা করে। 


নন্দকুমার বাঘেলের সাম্প্রতিক মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে রাইপুরে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। শনিবার রাতে সর্ব ব্রাহ্মণ সমাজের অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়। এই ঘটনার পর নন্দকুমার বাঘেলকে গ্রেফতার করার জন্য ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রীর ওপর চাপ বাড়াতে থাকে বিজেপি। এর পরই মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল জানিয়ে দেন, উনি কোনও বিশেষ সুবিধা পাবেন না। রবিবার মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, আমার সরকারের কাছে কেউই আইনের ঊধর্বে নন। যদি তিনি মুখ্যমন্ত্রীর ৮৬ বছরের বাবাও হন।


তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখা আমার দায়িত্ব। যদি উনি কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্য করে থেকেছেন, তাহলে আমি দুঃখিত। আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রত্যেকেই জানেন, বাবার সঙ্গে আমার আদর্শগত মতামত ভিন্ন। আমাদের রাজনৈতিক চিন্তাধারা ও বিশ্বাস ভিন্ন। ছেলে হিসেবে আমি তাঁকে শ্রদ্ধা-সম্মান করি। কিন্তু, মুখ্যমন্ত্রী হিসেবে এই ধরনের মন্তব্যের জন্য তাঁকে আমি ক্ষমা করতে পারব না।