বিয়েতে বহু উপহার মিলেছিল। বিয়ের অনুষ্ঠানের পরেরদিনই সেগুলো খুলে দেখছিলেন বর। সঙ্গে ছিলেন তাঁর ভাই। একটা প্যাকেট খুলতেই বেরিয়ে আসে আধুনিক একটি হোম থিয়েটার মিউজিক সেট। আর অপেক্ষা না করেই সঙ্গে সঙ্গে ঘরের ইলেকট্রিক বোর্ডে সংযোগ করেন ওই তরুণ। তারপর সুইচ টিপতেই বিস্ফোরণের বিকট শব্দ। কয়েক মুহূর্তেই সব লন্ডভন্ড। এমনই একটি ঘটনা ঘটেছিল ছত্তীসগঢ়ের কবীরধাম জেলায়। 


কীভাবে এই ঘটনা? কেন বিস্ফোরণ হল? তা খুঁজতে গিয়ে বেরিয়ে আসে চমকে দেওয়ার মতো তথ্য। ওই ঘটনার পরে দেখা যায় ওই হোম থিয়েটার সেটের মধ্যেই বোমা লাগানো ছিল। পুলিশ সূত্রের খবর, তদন্তে দেখা যায় ওটা এমনভাবেই তৈরি ছিল যে বিদ্যুতের সংযোগ করা মাত্রই বিস্ফোরণ হবে।    


বিস্ফোরণের অভিঘাতে ওই ঘরের দেওয়াল ও ছাদ ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মারা যান সদ্য বিবাহিত বছর বাইশের হেমেন্দ্র মেরাই। গুরুতর জখম হয়েছিলেন তাঁর ভাই, চিকিৎসা চলাকালীন তিনিও মারা যান। ওই ঘটনায় আরও চারজন গুরুতর জখম হয়েছিলেন। তাদের মধ্যে রয়েছে এক বছর দেড়েকের শিশুও। সকলেই এখন চিকিৎসাধীন।    


তদন্তে চোখ কপালে:
কীভাবে এমন বিস্ফোরণ ঘটল, তার তদন্ত করতে গিয়েই মোড় নেয় ঘটনাটি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, তদন্ত শুরু হতেই বোঝা যায় কেউ ইচ্ছাকৃতভাবে বিস্ফোরক লাগিয়েছিল ওই হোম থিয়েটারের ভিতরে। আর সেটাই বিয়েতে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। তখনই পুলিশের নজরে পড়ে বিয়েতে পাওয়া উপহারের উপরে। তারপর তালিকা ধরে উপহার মেলানো এবং টানা জিজ্ঞাসাবাদের পরে পুলিশ জানতে পারে যে ওই মিউজিক সিস্টেম কনের প্রাক্তন প্রেমিক পাঠিয়েছিল। ওই অভিযুক্তকে চিহ্নিত করা হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম সরজু মরকম। সূত্রের খবর, ওই ব্যক্তিও বিবাহিত। ঘটনার পরে মধ্যপ্রদেশ থেকে ধরা হয় সরজুকে।     


সূত্রের খবর, সরজুর সঙ্গে সম্পর্ক মেনে নেয়নি মেয়েটির পরিবার। তাদের হেমেন্দ্র সঙ্গে বিয়ে দেয়। পুলিশের দাবি, অভিযুক্ত স্বীকার করেছে, সম্পর্ক ভেঙে যাওয়ার রাগ থেকেই এমন কাণ্ড ঘটিয়েছে সে। সংবাদমাধ্যম সূত্রের খবর, মধ্যপ্রদেশের একটি ক্রাশার প্ল্যান্টের ব্লাস্টিং সেকশনে কাজ করত সরজু। সেখানেই বিস্ফোরক নিয়ে তার জ্ঞান হয়ে থাকতে পারে। 


আরও পড়ুন: ন্যাশনাল পেনশন স্কিমে 'অ্যাক্টিভ' না 'অটো' কোন মোডে টাকা রাখা উচিত ?