নয়াদিল্লি: ফের কোভিড গ্রাফে (Covid Graph) লাফ। আবারও নতুন রেকর্ড। গত পাঁচ মাসে সর্বোচ্চ দৈনিক সংক্রমণের নজির তৈরি করল বুধবারের গ্রাফ। বুধবারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৪৪৩৫ জন কোভিডে সংক্রমিত হয়েছেন। যা গত ১৬৩ দিনে সবচেয়ে বেশি দৈনিক সংক্রমণ। গত বছরের ২৫ সেপ্টেম্বর ৪৭৭৭ জন একদিনে সংক্রমিত হয়েছিলেন।


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুধবারের বুলেটিন অনুয়ায়ী এখন দেশে অ্য়াক্টিভ কোভিড কেস (Active Covid Case) ২৩ হাজার ৯১। ভারতের কোভিডের মোট হিসেবে অনুযায়ী এখনও পর্যন্ত ৪.৪৭ কোটি ব্যক্তি আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের ০.০৫ শতাংশ এখন অ্যাক্টিভ কেস। সুস্থতার হারও অনেকটাই। বুলেটিন অনুযায়ী, ভারতে এখন কোভিড সংক্রমণ মুক্তির হার ৯৮.৭৬ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট ৩.৩৮ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ২.৭৯ শতাংশ। 


মৃত্যু নিয়েও চিন্তা:
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫ জনের।  মহারাষ্ট্র, দিল্লি, কেরলে কোভিড পরিস্থিতি ক্রমশ চিন্তা বাড়াচ্ছে। মহারাষ্ট্র থেকে ৪টি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ছত্তীসগঢ়, দিল্লি, গুজরাত, হরিয়ানা, কর্নাটক, পন্ডিচেরি এবং রাজস্থান থেকে একজন করে ব্যক্তির মৃত্যু খবর মিলেছে। কেরল থেকে মিলেছে ৪ জনের মৃত্যুর খবর।


টিকা প্রয়োজন:
কোভিড দূরে ঠেকাতে টিকাই একমাত্র উপায়, এমনটাই বারবার বলেছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। তারপরেও বুস্টার ডোজ নিয়ে গড়িসমির ছবি বারবার দেখা গিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট বলছে এখনও পর্যন্ত ২২০ কোটি ৬৬ লক্ষ কোভিড টিকা দেওয়া হয়েছে।


প্রত্যেক বার যে ঢেউ গুলি আছড়ে পড়ে, তার পিছনে থাকে কোনও নতুন ভ্যারিয়েন্টের দাপট। এবার বিশেষজ্ঞরা মনে করছেন, XBB.1.16 ভ্যারিয়েন্ট এবার করোনা গ্রাফে হঠাৎ বৃদ্ধির জন্য দায়ী। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞ চিকিৎসকরা মানুষকে সতর্ক করছেন এবং প্রত্যেককে মাস্ক পরতে বলছেন। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মেদান্ত হাসপাতালের ইন্সটিটিউট অফ চেস্ট সার্জারি বিভাগের চেয়রাম্যান অরবিন্দ কুমার পরামর্শ দেন, মাস্ক পরুন এবং যদি কোনও উপসর্গ দেখা দেয়, তাহলে কোভিড টেস্ট করিয়ে নিন। যেসব রোগী গুরুতর অসুস্থতায় ভুগছেন, তাঁদের ক্ষেত্রে এই ভ্যারিয়েন্ট বিপজ্জনক হতে পারে। তাঁদের আরও সতর্ক হওয়া উচিত বলে মনে করছেন চিকিৎসকরা।


 


আরও পড়ুন: ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে চান ? এই বিষয়গুলি না জানতে আপনার ক্ষতি