রায়পুর: ছত্তিশগড়ে গোধন ন্যায় যোজনা চালু করল ভূপেশ বাঘেল সরকার। পশু পালকদের কাছ ২ টাকা কেজিতে গোবর কিনছে তারা, তা দিয়ে তৈরি হচ্ছে জৈব সার।
মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেছেন, এই গোধন ন্যায় যোজনা গবাদি কৃষক ও পশু পালকদের পক্ষে আশীর্বাদ হয়ে আসবে,করোনার জেরে মুর্মূষু গ্রামীণ অর্থনীতিকে অক্সিজেন দেবে, উৎসাহ দেবে জৈব সার ব্যবহারে। রাজ্যের কংগ্রেস সরকার এখন গ্রামগুলিতে চালু করেছে নার্ভা, গরুয়া, ঘুরিয়া, বাড়ি প্রকল্প। এর আওতায় ৫,০০০-এর বেশি গৌথান বা গোশালা তৈরি করা হবে। এগুলির মধ্যে ২,৭৮৫টি গৌথান ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, বাকিগুলি তৈরি হচ্ছে। এই সব জায়গায় যে গরুগুলি রাখা হবে তাদের গোবর নিয়ে তৈরি হবে জৈব সার।
রাজ্য সরকার ঠিক করেছে, ছত্তিশগড়ের ১১,৬৩০টি গ্রাম পঞ্চায়েত ও ২০,০০০ গ্রামে ধারপে ধাপে গৌথান তৈরি করবে তারা। এক আধিকারিক জানিয়েছে, কৃষির সঙ্গে যুক্ত হারেলি উৎসবের কথা মাথায় রেখে এই সময়ে এই যোজনা চালু করা হয়েছে। হারেলি উৎসবকে তুলে ধরে মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রকাশ করা হয়েছে একটি ট্যাবলো। এই উপলক্ষ্যে বাঘেল নিজেও কৃষির সরঞ্জাম পুজো করেছেন, করেছেন গোসেবাও। তাঁর মন্ত্রিসভার সদস্যরা অনুষ্ঠানে যোগ দেন, ছিলেন সরকারি আধিকারিক এবং বিধায়করা।
গোধন ন্যায় যোজনা চালু করল ছত্তিশগড় সরকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jul 2020 12:32 PM (IST)
রাজ্য সরকার ঠিক করেছে, ছত্তিশগড়ের ১১,৬৩০টি গ্রাম পঞ্চায়েত ও ২০,০০০ গ্রামে ধারপে ধাপে গৌথান তৈরি করবে তারা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -