পথকুকুরদের সরানো নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে দেশ জুড়ে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বহু পশুপ্রেমীই রাস্তা থেকে সব কুকুর দের সরিয়ে দেওয়ার নির্দেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি রাজধানী দিল্লিতে পথকুকুরের কামড়ে আতঙ্ক ছড়ায়। ছড়ায় জলাতঙ্ক (RABIES)।কুকুরের কামড়ে আহতও হন বেশ কয়েকজন। সম্প্রতি বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবন নির্দেশ দেন, দিল্লি ও সংলগ্ন এলাকার সব পথকুকুরকে লোকালয় থেকে সরিয়ে ফেলতে হবে। তাদের পাঠাতে হবে নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে। এই রায়ের পরই মিশ্র প্রতিক্রিয়া ছড়িয়েছে নানা মহলে। এখন এমন হাজারো পথ-কুকুরকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করার মতো আশ্রয়কেন্দ্রও কি আছে ? উঠেছে প্রশ্ন। এরই মধ্যে বুধবার একটি মামলা চলাকালীন দেশের প্রধান বিচারপতির একটি মন্তব্য ঘিরে আলোচনা চলছে।
বুধবার আদালতে পশুদের নিয়মিত বন্ধ্যাকরণ এবং টিকা দেওয়া সংক্রান্ত একটি মামলা মেনশন করা হয়। সেই সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়েই প্রধান বিচারপতি বলেন, আমি বিষয়টি দেখব ! তবে, এটা স্পষ্ট নয়, প্রধান বিচারপতি 'দেখব' বলতে কোন বিষয়ের কথা বলতে চেয়েছেন। তিনি কি ২০২৪ সালের পিটিশনটির কথা বলছেন ?নাকি সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়ের কথা বলছেন? এই মন্তব্য় নিয়েও ধন্দে পশুপ্রেমী সংগঠনগুলি।
বুধবার, প্রধান বিচারপতির বেঞ্চে ২০২৪ সালের একটি পিটিশন মেনশন করা হয়। সেখানে দাবি করা হয়, দিল্লির সিভিক অথরিটি নিয়মিত পথ কুকুরদের বন্ধ্যাত্বকরণের কাজ করছে না। এর ফলেই কুকুরের কামড়ের ঘটনা ঘটছে। ২০২৪ সালের জুলাই মাসে এই মামলায় একটি নোটিশ জারি করা হয়েছিল। এদিন প্রধান বিচারপতি বিআর গাভাই বলেন, ইতিমধ্যেই এই বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট রাস্তা থেকে সব কুকুর সরিয়ে নিয়ে যাওয়ার যে নির্দেশ দিয়ছে, তার উল্লেখ করেন প্রধানবিচারপতি। বলেন,তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। কিন্তু সুপ্রিম কোর্ট এখনও এটি শুনানির দিন নির্দিষ্ট করেনি। সুপ্রিম কোর্টে বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবন সোমবার সব পথকুকুরদের দিল্লি-এনসিআর এলাকার আবাসিক অঞ্চল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। যদি কোনও প্রতিষ্ঠান এই কাজে বাধা দেয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেই হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ আদালত। জনস্বার্থে দ্রুত ব্যবস্থা নিতে হবে বলেই নির্দেশে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এই আদেশটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কের জন্ম দেয়। পশু অধিকার কর্মীরাও প্রতিবাদ জানান। দিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে বিক্ষোভ করার সময় ৪০-৫০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।