মুম্বই : কোভিডের দ্বিতীয় ঢেউ নিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন। এরই মধ্যে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা শুরু মহারাষ্ট্রে। খোদ এই এই আশঙ্কা প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। পরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন তিনি।


কমার নাম নেই। প্রতিদিনই রাজ্যে বেড়ে চলেছে করোনার গ্রাফ। পরিস্থিতি জানতে বৃহস্পতিবারই ডিভিশনাল কমিশনার ও ডিস্ট্রিক্ট কালেক্টরদের নিয়ে বৈঠক করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। করোনা রুখতে রাজ্যের হাতে কী স্টক রয়েছে তা জানতে চান উদ্ধব। আপতকালীন পরিস্থিতিতে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলেন তিনি। 


মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানান, মহামারী বিশেষজ্ঞদের সঙ্গে কথা হয়েছে সরকারের। তাঁরা সকলেই জুলাই-আগস্টে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন। এই বিষয়ে প্রশাসনের আধিকারিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। সংক্রমণ রুখতে তড়িঘড়ি পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। বৈঠকে রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ''আাগামী দিনে মহারাষ্ট্রের বর্তমান অবস্থা ফের দেখতে চান না তিনি।''


এ বিষয়ে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেন, ''বৃহস্পতিবার ডিভিশনাল কমিশনার ও ডিস্ট্রিক্ট কালেক্টরদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আমাদের আত্মনির্ভর হতে হবে। বিশেষ করে অক্সিজেন সরবারহের ক্ষেত্রে। কোভিডের তৃতীয় ঢেউয়ের সময় কোনওভাবেই যাতে অক্সিজেনের অভাব না দেখা দেয়, সেই বিষয়ে এখন থেকেই প্রস্তুত থাকতে হবে সবাইকে।''


সূত্রের খবর, স্টেট টাস্ক ফোর্স ও মেডিক্যাল ফিল্ডের আধিকারিকদের সঙ্গে কথা বলেই এই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছে মহারাষ্ট্র। বিভিন্ন দেশের করোনার ঢেউয়ের কথা মাথায় রেখেই এই আশঙ্কা করা হচ্ছে। স্বাস্থ্য দফতরের ধারণা, মে মাসের শেষের দিকে মহারাষ্ট্রে করোনা গ্রাফ কমতে থাকবে। কিন্তু তা নিয়ে খুশির থেকে চিন্তা বাড়বে বেশি। কারণ জুলাইয়ের শেষে ফের রাজ্যে হামলে পড়তে পারে করোনা।


মহারাষ্ট্রের বর্তমান কোভিড পরিস্থিতি বলছে, বৃহস্পতিবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬,১৫৯ জন। যার জেরে রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৫,৩৯,৫৫৫জন। তবে কমেছে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৮,৫৩৭জন। একদিনে সংক্রমণে মৃত্যু হয়েছে ৭৭১ জনের। যাদের মধ্যে পুনেতেই মারা গিয়েছেন ১৩০ জন।