বোলপুর : গতকাল জেলার ১১টি আসনে ভোট চলাকালীন কমিশনের নজরবন্দি থেকেছেন তিনি। তার পরেও 'খেলা' হয়েছে বলে দাবি করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। পাশাপাশি কটাক্ষ করলেন কমিশনকে। নজরবন্দি প্রসঙ্গে বললেন, অন্ধ ধৃতরাষ্ট্রের রুটিন ।


গতকাল অষ্টম ও শেষ দফার ভোট চলাকালীন কমিশনের নজরবন্দি থেকেছেন অনুব্রত। আগাগোড়া তাঁকে নজরে বন্দি করে রাখে সংশ্লিষ্ট বাহিনী ও কমিশনের দল। এদিকে ভোট ঘিরে গতকাল জেলার বিভিন্ন প্রান্তে দফায় দফায় অশান্তি ছড়ায়। বীরভূমের নানুরে বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার গাড়িতে ভাঙচুর, এমনকী তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে আঘাত, গ্রামবাসীকে ভয় দেখিয়ে আটকে রাখার অভিযোগ ওঠে। উত্তেজনা ছড়ায় বোলপুরেও। ধরমপুরে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। তাঁর গাড়ি ভাঙচুর এমনকী বাঁশ নিয়েও তাড়া করা হয়। এবং এসব ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। রাজনৈতিক মহলের বক্তব্য, গতকাল জেলায় ভোট ঘিরে বিভিন্ন প্রান্তে 'খেলা' হয়েছে।


এপ্রসঙ্গে আজ অনুব্রত মণ্ডল বললেন, খেলা হয়েছে। সব সময় খেলায় ল্যাং মেরে ফেলে দেব, ফাউল করে দেব, ঠেলে মাঠের বাইরে ফেলে দেব তা তো হয় না। 


এমন খেলেছেন যে বিজেপির দুই প্রার্থীর গাড়ি ভেঙেছে, কারও মাথা ফেটেছে, এ তো ফাউল প্লে হয়ে গেল ? এবিপি আনন্দের প্রতিনিধির এপ্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, "বিজেপি প্রার্থী নাটকবাজ। এজেন্সি দিয়ে তাক লাগাব, পোস্টার লাগাব তা কি হয়? খেলোয়াড়কে বারো মাস মাঠে প্র্যাকটিস করতে হবে।"


পাশাপাশি এক্সিট পোল দেখে আশাবাদী অনুব্রতর দাবি, ২২০-২৩০টি আসন পাব।  ২ তারিখ ফল দেখবে, অবাক হয়ে যাবে। আরও জানান, সিবিআই (CBI) সাক্ষী নোটিস করেছে, আমি যাব। আর আয়কর বিভাগের ফাইল আমার তৈরি আছে।


এদিকে ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত লাভপুর। সাঁইথিয়া ব্লকের আমোদপুরে একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে তৃণমূল ও বিজেপি। স্থানীয় তৃণমূল নেতার অভিযোগ, ভোট মিটতেই রাতে তাঁর গাড়ি ভাঙচুর করে বিজেপি আশ্রিত দুষ্কতীরা। অভিযোগ অস্বীকার করে পাল্টা গেরুয়া শিবিরের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাদের কর্মীদের বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে।