বেজিং: শিশু মানেই অপার কৌতূহল। নানান জিনিসে তাদের আগ্রহ। কোথা থেকে কী হয় জানতে নানান সময়ে বহু অদ্ভূত কাণ্ড ঘটিয়ে থাকে শিশুরা। কিন্তু চিনে ১৩ বছরের জিয়াও যা করেছে তা মারাত্মক। কোথা থেকে কী ভাবে মূত্র আসে, তা জানতে নিজের যৌনাঙ্গ দিয়ে মূত্রথলি পর্যন্ত ২ ফুট লম্বা ধাতুর তার ঢুকিয়ে দিয়েছিল সে। প্রায় তিন মাস আগে এমন কাণ্ড ঘটিয়ে থাকলেও মা-বাবার কাছে গোটা ঘটনাই চেপে রেখেছিল।
মূত্রের সঙ্গে রক্ত বার হতেই মা-বাবা শিশুটিকে নিয়ে যান চিকিৎসকের কাছে। দক্ষিণ চিনের দংগুয়ানে সোংসান লেক সেন্ট্রাল হাসপাতালে এক্স-রে করতেই চিকিৎসকের চক্ষু চড়কগাছ। এক্স-রে-তে দেখা যায়, ওই শিশুটির মূত্রথলির মধ্যে একটি তার ঝুলছে। চিকিৎসকের সামনে গোটা ঘটনার কথা স্বীকার করে নেয় জিয়াও। ছোটখাটো অস্ত্রোপচারও করতে হয়। ঘণ্টা খানেকের চেষ্টায় সাইটোস্কোপের মাধ্যমে অবশেষে মূত্রথলি থেকে ওই ধাতুর তারটি বার করে আনেন চিকিৎসক। চিকিৎসক সাই চংগুয়ের কথায়, আমি তো ভাবতেই পারি না মূত্রনালী দিয়ে অত লম্বা একটি তার কেউ ঢুকিয়ে দিতে পারে। সবচেয়ে ভাল কথা হল, তারটি এতদিন মূত্রথলিতে থাকলেও তা আর কোনও ক্ষতি করেনি।
তবে জিয়াও প্রথম নয়। এর আগেও ঠিক এই ধরনের ঘটনা ঘটেছিল। কৌতুহলের বশে এক শিশু নিজের যৌনাঙ্গ দিয়ে পাঁচ ফুট লম্বা তার ঢুকিয়ে দিয়েছিল। এক চিকিৎসক জানিয়েছেন চার বছর থেকে দশ বছরের শিশুরা এমন নানান ঘটনা প্রায়শই ঘটিয়ে থাকে। সেইজন্য বাবা-মায়ের উচিত শিশুদের দেহের গঠনতন্ত্রের বিষয়ে প্রাথমিক কিছু বিষয় শেখানো। কী থেকে কী হয়, সে বিষয়ে প্রাথমিক ধারণা থাকলে এ ধরনের ঘটনা কমতে পারে বলেই মনে করেন ওই চিকিৎসক।