বেজিং: চিনে মহামারীর আকার নিয়েছে নোভেল করোনাভাইরাস, যার আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘কোভিড-১৯’। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫৫ জনের।
মারণ ভাইরাসের আঁতুড়ঘর হুবেই প্রদেশে একদিনে মৃত্যু হয়েছে ২৪২ জনের। ফলে, একা হুবেইতে মৃত্যু হয়েছে ১,৩০৫ জনের। বুধবার, নতুন করে আরও প্রায় ১৫ হাজার মানুষের আক্রান্ত হওয়ার খবর এসেছে। সব মিলিয়ে এই প্রদেশে আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে হুবেই প্রদেশের শীর্ষ স্বাস্থ্য আধিকারিকদের সরিয়ে দিল প্রশাসন। অভিযোগ, সঠিক পরিসংখ্যান ও বাস্তব পরিস্থিতি সম্পর্কিত তথ্য হুবেই থেকে পৌঁছচ্ছিল না বেজিংয়ে।
গোটা চিনে এখন আক্রান্তের সংখ্যা ৬০ হাজার অতিক্রম করেছে। চিনে এখন সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। মেডিক্যাল মাস্ক ও শরীর-ঢাকা পোশাক পর্যাপ্ত নেই। তাই কার্যত সংক্রমণের ঝুঁকি নিয়ে ভাইরাস আক্রান্তদের চিকিৎসা করে চলেছেন তাঁরা। এদিকে, চিনের বাইরে বেশ কয়েকটি দেশেও এই ভাইরাস এ বার মহামারীর আকার নিতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ইতিমধ্যেই ২৬টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই চিনা ভাইরাস।
করোনাভাইরাস: হুবেইতে একদিনে মৃত্যু ২৪২ জনের, শীর্ষ স্বাস্থ্য আধিকারিকদের সরিয়ে দিল প্রশাসন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Feb 2020 10:40 AM (IST)
শুধুমাত্র হুবেইতে মৃত্যু হয়েছে ১,৩০৫ জনের।
আরও প্রায় ১৫ হাজার মানুষের আক্রান্ত হয়েছেন।
এই প্রদেশে আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ছাড়িয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -