নয়াদিল্লি: নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে যোগ দেওয়ার আগে শনিবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্ট দেবেন অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। গত মাসে দিল্লির হয়ে বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ খেলার সময় গোড়ালিতে চোট পান এই পেসার। ফলে তাঁর নিউজিল্যান্ড সফরে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে সূত্রের খবর, রিহ্যাবের জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যান ইশান্ত। তিনি বোলিংও শুরু করেছেন। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলেই তিনি নিউজিল্যান্ডের উড়ান ধরবেন।
এবারের নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজ ৫-০ ফলে জিতলেও, একদিনের সিরিজ ০-৩ ফলে হেরে গিয়েছে ভারতীয় দল। এবার দু’টি টেস্ট ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা। ২১ তারিখ থেকে ওয়েলিংটেন শুরু হচ্ছে প্রথম টেস্ট। তার আগে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিনদিনের প্রস্তুতি ম্যাচ। এর আগে ঠিক ছিল ৬ তারিখই উমেশ যাদবের সঙ্গে নিউজিল্যান্ডে চলে যাবেন ইশান্ত। কিন্তু দেরিতে যাওয়ায় তাঁর পক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা সম্ভব হচ্ছে না।
শনিবার ফিটনেসের পরীক্ষা দেবেন ইশান্ত শর্মা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Feb 2020 11:30 PM (IST)
২১ তারিখ থেকে ওয়েলিংটেন শুরু হচ্ছে প্রথম টেস্ট।
ফাইল ছবি
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -