‘গ্রিন চ্যানেল’ খোলার ফলে ভারতের পণ্যবাহী বিমান সহজে চিন থেকে মেডিকেল সামগ্রী নিয়ে আসতে পারবে। আগেও চিন থেকে পিপিই আমদানি করেছে ভারত।
করোনাভাইরাস সংক্রমিত রোগীদের চিকিত্সার জন্য চিন থেকে মেডিকেল সামগ্রী আমদানি করছে ভারত। পিপিই কিট, ভেন্টিলেটর, অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী চিন থেকে কিনতে হচ্ছে ভারতকে। যদিও চিনের পাঠানো আগের পিপিইর গুণমান নিয়ে প্রশ্ন ওঠায় চিন ব্যাখ্যা দিয়েছে যে, তারা বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে, ভারতকে তারা সাহায্য করবে।
চিন থেকে আসা একাধিক পিপিই ত্রুটিপূর্ণ হওয়ার ফলে ভারত গত মঙ্গলবার সেগুলির ব্যবহার নিষিদ্ধ করে। সমালোচনার মুখে চিনা দূতাবাসও জানায়, তাদের কাছে পণ্যের গুণমানের বিষয়টি গুরুত্বপূর্ণ, বিষয়টি সিরিয়াস। ভারতকে সম্ভাব্য সব সহযোগিতা করা হবে। চিনা দূতাবাসের বিবৃতিতে এও বলা হয় যে, আমদানির আগে সংশ্লিষ্ট পণ্যের গুণমান ও সরবরাহকারী কোম্পানি সম্পর্কে যাচাই করা উচিত ছিল। ভারত যেন শুধুমাত্র চিনের বৈধ, অনুমোদনপ্রাপ্ত কোম্পানির কাছ থেকেই মালপত্র কেনে।