বেজিং ও নয়াদিল্লি: ভারত ও চিনের মধ্যে চলতি সীমান্ত সমস্যা মেটাতে মার্কিন মধ্যস্থতার প্রস্তাব খারিজ করল বেজিং। চিন জানিয়ে দিয়েছে, দুদেশের সমস্যা মেটাতে কোনও তৃতীয় পক্ষের প্রয়োজন নেই।
ভারত ও চিনের মধ্যে সীমান্ত সমস্যা নিরসনে নিজে উদ্য়োগী হয়ে মধ্যস্থতা করার প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, দুই সীমান্ত সমস্যা নিয়ে ভারত ও চিনের সেনার মধ্যে যে সংঘাতের পরিবেশ সৃষ্টি হয়েছে, তা প্রশমিত করতে তিনি তৈরি, ইচ্ছুক ও যোগ্য।
ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষিতে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান, সামরিক সংঘাত মেটাতে দুই দেশেরই কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রয়োজন নেই। তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের সীমান্ত সম্পর্কিত প্রক্রিয়া কার্যকর রয়েছে। একইসঙ্গে বিভিন্ন পর্যায়ের যোগাযোগ মাধ্যম রয়েছে। তিনি যোগ করেন, আলোচনা ও পরামর্শের মাধ্যমে আমরা নিজেদের মধ্যের সমস্যা মেটাতে সক্ষম। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই।
প্রসঙ্গত, চিনের আগে ভারতও মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব খারিজ করে দেয়। বিদেশমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়, চিনের সঙ্গে শান্তিপূর্ণভাবে সীমান্ত সমস্যা নিরসনে ইতিমধ্যেই আলোচনা চালাচ্ছে ভারত। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে বদ্ধপরিকর ভারত। তিনি মনে করিয়ে দেন, সীমান্তরক্ষায় ভারতীয় সেনা বরাবর বাস্তব পদক্ষেপ গ্রহণ করে এসেছে।
গত বুধবার ট্রাম্প ট্যুইট করে বলেন, আমরা চিন ও ভারত-- উভয়কেই জানিয়েছি যে দুদেশের সীমান্ত সমস্যা মেটাতে মধ্যস্থতা করতে মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি, ইচ্ছুক ও যোগ্য। পরে, বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল রুমে সাংবাদিকদের মুখোমুখি হয়েও একই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি যোগ করেন, চিনের সঙ্গে সীমান্ত সমস্যা ইস্যুতে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মুড ভাল নেই'।
বর্তমানে, লাদাখে পশ্চিমদিকে লাইন অফ অ্যাকচ্যুয়াল কন্ট্রোল (এলএসি)-তে মুখোমুখি সংঘাতে রয়েছে ভারতীয় ও চিনা সেনা। গালউইন উপত্যকা ও প্যাঙ্গং সো অঞ্চলে দুপক্ষই নিজ নিজ সামরিক শক্তি বৃদ্ধি করেছে।