মুম্বই: মুম্বইয়ে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ত্রাণকর্তা হয়ে উঠেছেন সোনু সুদ। তাঁদের বাড়ি ফেরাতে বাসের ব্যবস্থা থেকে খাবারদাবারের জোগান দেওয়া- সবই করছেন তিনি। এমনকী টোল ফ্রি হেল্পলাইনও লঞ্চ করেছেন, যাতে সাহায্যের জন্য যে কেউ তাঁর টিমের সঙ্গে যোগাযোগ করতে পারে।

বাড়ি ফেরার অসংখ্য অনুরোধের মধ্যেই আছে নানা মজাদার অনুরোধ। একজন যেমন বলেছেন, আড়াই মাস বিউটি পার্লার যাইনি, একটু ব্যবস্থা করুন না।


জবাবে সোনু লিখেছেন , সালোঁ গিয়ে করবেনটা কী? ওখানে যাঁরা কাজ করেন তাঁদের তো গ্রামে ছেড়ে এসেছি। ওঁদের সঙ্গে গ্রামে যেতে চান তো বলুন।


২৫,০০০-এর বেশি লাইক পেয়েছে এই টুইটটি।

এর আগে আর এক টুইটার ইউজার মদের দোকানে যাওয়ার জন্য সোনুর সাহায্য চান। সোনুর জবাব, চাইলে মদের দোকান থেকে আপনাকে বাড়ি নিয়ে আসতে পারি আমি, লাগলে বলবেন।

এক সাক্ষাৎকারে সোনু বলেছেন, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার মরিয়া চেষ্টার কথা জেনে তিনিও যন্ত্রণা পাচ্ছিলেন তাই যাতে তিনি হাত দিয়েছেন, তা অত্যন্ত আবেগময় একটি প্রক্রিয়া। যতক্ষণ পর্যন্ত শেষতম পরিযায়ী শ্রমিক নিজের বাড়ি পৌঁছতে পারছেন না, ততক্ষণ এভাবেই তাঁদের বাড়ি ফেরাতে থাকবেন তিনি।