এর আগে গত ১২ মে করোনা আক্রান্ত কলকাতার সিআইএসএফ-এর এএসআই পদমর্যাদার এক অফিসারের মৃত্যু হয়। তিনি গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে কর্মরত ছিলেন। কলকাতার একটি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার আগে কলকাতা জাদুঘরে কর্মরত এক সিআইএসএফ জওয়ানের মৃত্যু হয়। শহরে কেন্দ্রীয় বাহিনীতে করোনা থাবা, মৃত আরও ১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 May 2020 01:21 PM (IST)
এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ফের চার জন করোনা আক্রান্তের হদিশ। এনআরএস সূত্রে খবর, ওই চার জনের মধ্যে ২ জন স্ত্রী রোগ বিভাগে এবং ২ জন মেডিসিন বিভাগে চিকিত্সার জন্য এসেছিলেন।
কলকাতা :কলকাতায় ফের করোনা আক্রান্ত সিআইএসএফ হেড কনস্টেবলের মৃত্যুর ঘটনা ঘটল। ওই কর্মী গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে তাঁর করোনা ধরা পড়ে। হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল তাঁর মৃত্যু হয়। সিআইএসএফের তরফে মৃতের পরিবারকে সমবেদনা জানিয়ে ট্যুইট করা হয়েছে।