বেজিং: ভারতের গতকালের একাধিক চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা চিনের। পাবজি ছাড়াও গতকাল ভারতের নিষেধাজ্ঞার তালিকায় ফেলা ১১৮টি অ্যাপের বেশিরভাগই চিনের। সেই তালিকায় বাইডু, জিয়াওমির শেয়ারসেভ যেমন আছে, তেমনই আছে টেনসেন্ট হোল্ডিংস লিমিটেডের জনপ্রিয় ভিডিওগেম পাবজি। ভারতীয়দের তথ্য সুরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ মাথায় রেখেই জারি হয়েছে নিষেধাজ্ঞা। চিনের বাণিজ্যমন্ত্রকের মুখপাত্র গাও ফেং ভারতের পদক্ষেপের তীব্র বিরোধিতা করে এতে চিনা বিনিয়োগকারী ও পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির আইনি স্বার্থ লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেছেন। ভারত এই ভুল সিদ্ধান্ত শুধরে নিক, বলেছেন তিনি।


লাদাখ সীমান্ত বরাবর ভারতে চিনা অনুপ্রবেশের চেষ্টা হয়েছে বলে নয়াদিল্লির তরফে অভিযোগের পরিপ্রেক্ষিতে জনৈক শীর্ষ ভারতীয় অফিসার চারটি কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ পাহাড়ের মাথায় সেনা মোতায়েন কপা হয়েছে বলে জানানোর পরদিনই ১১৮টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে ভারত। কেন্দ্রীয় মন্ত্রকের বিবৃতিতে বলা হয়, এই অ্যাপগুলি চুপিসাড়ে তথ্য সংগ্রহ করে বিনিময় করে, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, খবরাখবর পাচার করে যাতে গোটা রাষ্ট্রের নিরাপত্তা চরম বিপদে পড়তে পারে। এই নিষেধাজ্ঞা ভারতে টেনসেন্টের ওপর একটা বিরাট ধাক্কা কেননা ওদের পাবজি গেম ভারতে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। পাবজি অ্যাপ ডাউনলোডের সংখ্যার বিচারে গোটা বিশ্বে এক নম্বরে আছে ভারত। প্রায় ১৭৫ মিলিয়ন ইনস্টল হয়েছে, যা গোটা বিশ্বের ২৪ শতাংশ। অ্যাপ অ্যানালিটিক্স সংস্থা সেন্সর টাওয়ার এই তথ্য দিয়েছে।
ভারত জুনে প্রথমে ৫৯টা চিনা অ্য়াপ নিষিদ্ধ করা যার মধ্য়ে ছিল বাইটডান্সের জনপ্রিয় ভিডিও শেয়ার করা অ্যাপ টিকটক, টেনস্টেন্টের উইচ্যাট, আলিবাবার ইউসি ব্রাওসার। জুনে লাদাখের গালওয়ানে চিনা সেনা জওয়ানদের সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পরই ভারত এই কঠোর পদক্ষেপ করে, যাকে তথ্য়ও প্রযুক্তিমন্ত্রী ‘ডিজিটাল স্ট্রাইক’ তকমাও দেন।
সংবাদ সংস্থা রয়টার্সের খবর, ভারতের এই সিদ্ধান্তে এদেশে একাধিক চিনা কোম্পানির ব্যবসা মার খায়। ভারতীয় প্রযুক্তি সংক্রান্ত স্টার্টআপদের বড় মদতদাতা সংস্থা বলে পরিচিত আলিবাবাও অন্তত ৬ মাস ভারতে বিনিয়োগের সিদ্ধান্ত স্থগিত রাখতে বাধ্য হয়েছে।