মস্কো: করোনা-কালে শুভেচ্ছা জানাতে হ্যান্ডশেক নয়, নমস্কারে আস্থা রাখলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে তিনদিনের সফরে মস্কো গিয়েছেন রাজনাথ। বিমান বন্দরে তাঁকে স্বাগত জানান রাশিয়ার মেজর জেনারেল বুখতিভ ইউরি নিকোলাভিচ। হ্যান্ডশেকের জন্য তিনি হাত বাড়িয়ে দিলেও হাতজোড় করে তাঁকে নমস্কার জানান রাজনাথ।


বিশ্বজুড়ে করোনা ছড়াচ্ছে ঝড়ের গতিতে। দৈনিক সংক্রমণে ভারত প্রায় রোজই রেকর্ড গড়ছে। এই বাতাবরণে বদলে গিয়েছে অভ্যর্থনা জানানোর আদব-কায়দা। পশ্চিমী দুনিয়ার শুভেচ্ছা জানানোর প্রক্রিয়া জড়িয়ে ধরা, চুম্বন থেকে এখন মানুষের শত যোজন দূরত্ব। এমনকি হ্যান্ডশেকেও মন সায় দিচ্ছে না। সম্প্রতি একাধিক রাষ্ট্রনায়ককে ভারতীয় কায়দায় নমস্কার জানাতে দেখা দিয়েছে। ব্রিটেনের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নমস্কারের মাধ্যমে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছিল প্রিন্স চার্লসকে। স্পেনে গিয়ে হ্যান্ডশেক না করে নমস্কার জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু নমস্কারের পক্ষে কথা বলেছেন। মোদিও বলেছেন নমস্কার ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।
মস্কো পৌঁছে নমস্কারের মাধ্যমে বিমানবন্দরে উপস্থিত রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর অভ্যর্থনা গ্রহণ করেন রাজনাথ। বিমানবন্দরে উপস্থিত বাকি বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করার সময়েও নমস্কারের ধারা বজায় রেখেছিলেন তিনি। এর জেরে সোশ্যাল মিডিয়ায় অনেকেই রাজনাথের প্রশংসা করেছেন। রাশিয়ার মাটিতে দাঁড়িয়ে রাজনাথ টুইট করেন, ’’আজ সন্ধেয় মস্কো পৌঁছেছি। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সারগেই সইগুর সঙ্গে বৈঠক নিয়ে আশাবাদী।‘‘
জুনের পর এই নিয়ে দ্বিতীয় বার রাশিয়া সফরে রাজনাথ। তিনদিনের সফরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে যোগ দেওয়া ছাড়াও আরও বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি রয়েছে প্রতিরক্ষা মন্ত্রীর।