নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জে বড় ধাক্কা খেল পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ১২৬৭ কমিটির আওতায় দুজন ভারতীয়কে সন্ত্রাসবাদী তালিকাভুক্ত করার ইসলামাবাদের প্রয়াসে বাধা দিল আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম-নিরাপত্তা পরিষেদের ৫ সদস্য দেশ। পাকিস্তান গোবিন্দ পট্টনায়ক, অঙ্গারা আপ্পাজি নামে দুই ভারতীয়কে রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসবাদী তালিকায় ফেলতে চাইলেও নিজেদের দাবির সমর্থনে কোনও প্রমাণই পেশ করতে পারেনি। সংশ্লিষ্ট দুই ভারতীয়ের বিরুদ্ধে জঙ্গিপনার প্রমাণ দিতে না পারায় খারিজ হয়ে যায় পাকিস্তানের দাবি। নিরাপত্তা পরিষদ সদস্যরা পাক প্রতিনিধিদের জানিয়ে দিয়েছেন, তাঁরা বরং ওই দুজনের বিরুদ্ধে আরও কিছু অপরাধের তথ্য-প্রমাণ জড়ো করুন, তখন বিষয়টি বিবেচনা করা যাবে। রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি টি এস তিরুমূর্তি টুইট করেছেন, ১২৬৭ নম্বরের স্প্যেশাল প্রসিডিওর ব্যবহার করে পাকিস্তান সংকীর্ণ রাজনীতির আশ্রয় নিচ্ছিল। ধর্মীয় রং লাগিয়ে দুই ভারতীয়কে জঙ্গি তালিকায় তোলার প্রয়াস নিচ্ছিল। সেই চেষ্টা বানচাল করে দিয়েছে নিরাপত্তা পরিষদ।পাকিস্তানের এই ছক যাঁরা বানচাল করেছেন, সেইসব দেশকে ধন্যবাদ জানাই।


প্রসঙ্গত এর আগেও একবার এ ধরনের প্রয়াস নিয়েছিল পাকিস্তান। বেণুমাধব ডোংরা ও অজয় মিস্ত্রী নামে দুই ভারতীয়কে নিরাপত্তা পরিষদের জঙ্গি তালিকায় নাম তোলানোর চেষ্টা করেছিল। পাকিস্তান দাবি তুলেছিল এই দুজন ভারতীয় জামাত-উল-আহরার নামে একটি জঙ্গি সংগঠনকে বিপুল আর্থিক সাহায্য করে থাকে। সেবারও খারিজ হয়ে যায় পাকিস্তানের দাবি।সম্প্রতি ভারত পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের নাম রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জঙ্গি তালিকায় তুলতে সক্ষম হয়েছে। ভারতে বহু জঙ্গি হামলার নায়ক আজহার। আজহারের নাম ওঠার পাল্টা প্রক্রিয়া হিসেবেই পাকিস্তান মরিয়া হয়ে দুই ভারতীয়ের নাম তালিকায় তুলতে উদ্যোগী হয়েছিল বলে মনে করা হচ্ছে।