হংকং: উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক কিম-জং-উনের শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ার খবর বেশ কিছুদিন ধরেই প্রচারিত হচ্ছে। শনিবার তাতে বাড়তি মাত্রা যোগ করে হংকং টিভি দাবি করে, তিনি আর নেই। এখবর হইচই ফেলে দেয় নেট-দুনিয়ায়। জং বেঁচে নেই, এমন দাবি করেন হংকং-এর এক টিভি চ্যানেলের কর্ণধার। তাঁর অপর পরিচয় হল, তিনি চিনের বিদেশমন্ত্রীর ভাগ্নী। তাই তাঁর দেওয়া খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে ই-প্ল্যাটফর্মে।
চিনা সোশ্যাল মিডিয়ায় সাইট উইবো-তে ১৫ মিলিয়ন ফলোয়ারের সঙ্গে এই খবরটি ভাগ করে নেন হংকং স্যাটেলাইট টেলিভিশনের ভাইস-ডিরেক্টর। তিনি দাবি করেন, বেশ ভরসাযোগ্য সূত্র থেকেই কিমের এই খবর পেয়েছেন। যদিও কিমের করোনা হয়েছিল কিনা, তা নিয়ে কিছুই বলেননি তিনি। তিনি এও জানান, চিন উত্তর কোরিয়ায় মেডিক্যাল-টিম পাঠাচ্ছে এই খবর পাওয়ার পর।


গত ১৫ এপ্রিল উত্তর কোরিয়ায়,দেশের প্রতিষ্ঠাতা ও কিম-জং-উন এর ঠাকুর্দা কিম টু সুং-এর সম্মানে বিশেষ অনুষ্ঠান পালন হয়। সেই উদযাপনে এবার কিমের অনুপস্থিতিই যাবতীয় জল্পনার উৎস।

এরই মধ্যে প্রবীণ সাংবাদিক জিন এইচ লি দাবি করেন,২৫ এপ্রিল কিম জং জনসমক্ষে হাজির হতে পারেন। ওই দিন উত্তর কোরিয়ায় পালিত হয় মিলিটারি অ্যানিভার্সারি।